Ajker Patrika

২০১৮-এর মতো নির্বাচন দেখতে চায় না জাপান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২২, ১৫: ১১
২০১৮-এর মতো নির্বাচন দেখতে চায় না জাপান

২০১৮ সালের থেকে ভালো নির্বাচন দেখতে চায় জাপান বলে জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি। তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচন ঘিরে সহিংসতা এবং যেভাবে নির্বাচন সংগঠিত হয়েছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জাপান।’

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) জাপান রাষ্ট্রদূতের সঙ্গে ‘ডিক্যাব টক’-এর আয়োজন করে। এতে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন এবং সঞ্চালন করেন সভাপতি রেজাউল করিম লোটাস।

আগামী জাতীয় নির্বাচন বিষয়ে জাপানের প্রত্যাশা নিয়ে প্রশ্ন করলে ইতো নাওকি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবাধ ও মুক্ত হবে বলে আশা করি। আমি আশা করি, বর্তমানে ও আগামী বছর সরকার এমন পদক্ষেপ নেবে, যাতে নির্বাচন অবাধ ও মুক্ত হয়। সরকারি কর্মকর্তাদের ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য আমি বলতে থাকব।’ 

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত