নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা সংক্রমণের মধ্যেই দেশের স্বাস্থ্য খাতের উন্নতি হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে আটটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে দেশের প্রতিটি হাসপাতালে অন্তত ১০টি করে আইসিইউসুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই আমরা এত বড় একটি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। করোনা সংক্রমণ প্রায় দুই মাসের বেশি সময় ধরে শনাক্তের হার ১ শতাংশের মধ্যে। করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ না থাকায় অনেক দেশের জিডিপি নিচে নেমে গেছে। কিন্তু আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় প্রবৃদ্ধি ভালো ছিল।’
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডার্মাটোলোজির দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে ২১ কোটি টিকা কেনা হয়েছে। ইতিমধ্যে সাড়ে ১১ কোটি টিকা দেশে আসছে। সাড়ে ৮ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আজ বস্তিবাসীরা টিকা পাচ্ছেন।’
বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি দাবির পরিপ্রেক্ষিতে চর্ম ইনস্টিটিউটের বাস্তবায়নের আশ্বাস দিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমি যদি বেঁচে থাকি এবং যথাযথ কাজ করে যেতে পারি, তাহলে অবশ্যই এ ধরনের একটা ইনস্টিটিউট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করেছি।’
বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি বিভাগের সভাপতি শহিদুল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
করোনা সংক্রমণের মধ্যেই দেশের স্বাস্থ্য খাতের উন্নতি হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে আটটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে দেশের প্রতিটি হাসপাতালে অন্তত ১০টি করে আইসিইউসুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই আমরা এত বড় একটি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। করোনা সংক্রমণ প্রায় দুই মাসের বেশি সময় ধরে শনাক্তের হার ১ শতাংশের মধ্যে। করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ না থাকায় অনেক দেশের জিডিপি নিচে নেমে গেছে। কিন্তু আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় প্রবৃদ্ধি ভালো ছিল।’
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডার্মাটোলোজির দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে ২১ কোটি টিকা কেনা হয়েছে। ইতিমধ্যে সাড়ে ১১ কোটি টিকা দেশে আসছে। সাড়ে ৮ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আজ বস্তিবাসীরা টিকা পাচ্ছেন।’
বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি দাবির পরিপ্রেক্ষিতে চর্ম ইনস্টিটিউটের বাস্তবায়নের আশ্বাস দিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমি যদি বেঁচে থাকি এবং যথাযথ কাজ করে যেতে পারি, তাহলে অবশ্যই এ ধরনের একটা ইনস্টিটিউট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করেছি।’
বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি বিভাগের সভাপতি শহিদুল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
১০ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
১০ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১৪ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
১৫ ঘণ্টা আগে