Ajker Patrika

দেশের প্রতিটি হাসপাতালে থাকবে আইসিইউসুবিধা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২০: ৫০
দেশের প্রতিটি হাসপাতালে থাকবে আইসিইউসুবিধা: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণের মধ্যেই দেশের স্বাস্থ্য খাতের উন্নতি হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে আটটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে দেশের প্রতিটি হাসপাতালে অন্তত ১০টি করে আইসিইউসুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই আমরা এত বড় একটি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। করোনা সংক্রমণ প্রায় দুই মাসের বেশি সময় ধরে শনাক্তের হার ১ শতাংশের মধ্যে। করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ না থাকায় অনেক দেশের জিডিপি নিচে নেমে গেছে। কিন্তু আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় প্রবৃদ্ধি ভালো ছিল।’ 

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডার্মাটোলোজির দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে ২১ কোটি টিকা কেনা হয়েছে। ইতিমধ্যে সাড়ে ১১ কোটি টিকা দেশে আসছে। সাড়ে ৮ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আজ বস্তিবাসীরা টিকা পাচ্ছেন।’ 

বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি দাবির পরিপ্রেক্ষিতে চর্ম ইনস্টিটিউটের বাস্তবায়নের আশ্বাস দিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমি যদি বেঁচে থাকি এবং যথাযথ কাজ করে যেতে পারি, তাহলে অবশ্যই এ ধরনের একটা ইনস্টিটিউট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করেছি।’ 

বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি বিভাগের সভাপতি শহিদুল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত