বিশেষ প্রতিনিধি, ঢাকা
দক্ষিণ এশিয়ার বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ফর অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারওয়র্দিনেস প্রোগ্রাম: সাউথ এশিয়ার (কসক্যাপ-এসএ) স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত কসক্যাপ দক্ষিণ এশিয়ার ৩২ তম সভা হয়। ওই সভায় ২০২৬ সালের জন্য কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত হন বেবিচক চেয়ারম্যান।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, কসক্যাপ-এসএ স্টিয়ারিং কমিটির সদস্যরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক বা চেয়ারম্যান। এবারের সভায় বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, ২০২৫-২৬ সালের বার্ষিক কর্মসূচি অনুমোদন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ও শ্রীলঙ্কার সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক (অব.) এয়ার ভাইস মার্শাল সাগারা কোটাকাডেনিয়া।
সভায় বোয়িংয়ের পক্ষ থেকে ফ্লাইট ডেটা মনিটরিংবিষয়ক একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা দেওয়া হয়। এ ছাড়াও, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) এপিএসি অফিসের পক্ষ থেকে নিরাপত্তা-সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়েও একটি উপস্থাপনা ছিল। সদস্য দেশগুলোকে ভবিষ্যতে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় সভায়।
বাংলাদেশের পক্ষ থেকে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়। সভায় দেশের সাম্প্রতিক এভিয়েশন অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম যেমন নতুন টার্মিনাল নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন, নতুন এটিসি টাওয়ার এবং রাডার স্থাপন ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়। আইসিএও এসব উদ্যোগের প্রশংসা করে।
সভায় জানানো হয়, বাংলাদেশের সিভিল এভিয়েশন একাডেমি আইসিএওর ‘ট্রেনার প্লাস’ প্রোগ্রামে ‘গোল্ড মেম্বারশিপ’ অর্জন করেছে। একই সঙ্গে দেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে অতিরিক্ত প্রশিক্ষণ কর্মসূচির অনুমোদন দিয়েছে আইসিএও।
দক্ষিণ এশিয়ার বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ফর অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারওয়র্দিনেস প্রোগ্রাম: সাউথ এশিয়ার (কসক্যাপ-এসএ) স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত কসক্যাপ দক্ষিণ এশিয়ার ৩২ তম সভা হয়। ওই সভায় ২০২৬ সালের জন্য কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত হন বেবিচক চেয়ারম্যান।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, কসক্যাপ-এসএ স্টিয়ারিং কমিটির সদস্যরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক বা চেয়ারম্যান। এবারের সভায় বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, ২০২৫-২৬ সালের বার্ষিক কর্মসূচি অনুমোদন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ও শ্রীলঙ্কার সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক (অব.) এয়ার ভাইস মার্শাল সাগারা কোটাকাডেনিয়া।
সভায় বোয়িংয়ের পক্ষ থেকে ফ্লাইট ডেটা মনিটরিংবিষয়ক একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা দেওয়া হয়। এ ছাড়াও, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) এপিএসি অফিসের পক্ষ থেকে নিরাপত্তা-সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়েও একটি উপস্থাপনা ছিল। সদস্য দেশগুলোকে ভবিষ্যতে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় সভায়।
বাংলাদেশের পক্ষ থেকে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়। সভায় দেশের সাম্প্রতিক এভিয়েশন অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম যেমন নতুন টার্মিনাল নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন, নতুন এটিসি টাওয়ার এবং রাডার স্থাপন ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়। আইসিএও এসব উদ্যোগের প্রশংসা করে।
সভায় জানানো হয়, বাংলাদেশের সিভিল এভিয়েশন একাডেমি আইসিএওর ‘ট্রেনার প্লাস’ প্রোগ্রামে ‘গোল্ড মেম্বারশিপ’ অর্জন করেছে। একই সঙ্গে দেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে অতিরিক্ত প্রশিক্ষণ কর্মসূচির অনুমোদন দিয়েছে আইসিএও।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
২১ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
২ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৮ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে