নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এ পরিণত হয়েছে আজ সকালে। আগামী বুধবার এটি ভারতের ওডিশা ও তার আশপাশে প্রথম আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে জানান, আজ সোমবার সকালে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস। এটির গতিপথ আগের মতো ভারতের দিকে আছে। তাই ভারতে এটি প্রথম আঘাত হানতে পারে। গতি পরিবর্তন করে বাংলাদেশে প্রথমে আঘাত হানার আশঙ্কা নেই বললেই চলে।
আরিফ হোসেন ধারণা করে বলেন, ঘূর্ণিঝড় আম্পানের চেয়ে কম শক্তিধর হবে এটি। ভারতে এটি বুধবার আঘাত হানলে একদিন বা দুই দিন পর দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা অঞ্চলে এটি আছড়ে পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারা দেশে বিরাজমান প্রচণ্ড গরমে অতিষ্ঠ জীবনে কিছুটা স্বস্তি নামবে।
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অল্প সময়ের মধ্যেই কমে যাবে। বৃষ্টিপাত হবে দেশের বিভিন্ন এলাকায়। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক।
আমাদের খুলনা জেলার দাকোপ উপজেলা ও কয়রা উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা খুলনা। খুলনা আবহাওয়া কার্যালয় বলছে, ২৬ মে ইয়াস ওডিশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
ঢাকা: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এ পরিণত হয়েছে আজ সকালে। আগামী বুধবার এটি ভারতের ওডিশা ও তার আশপাশে প্রথম আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে জানান, আজ সোমবার সকালে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস। এটির গতিপথ আগের মতো ভারতের দিকে আছে। তাই ভারতে এটি প্রথম আঘাত হানতে পারে। গতি পরিবর্তন করে বাংলাদেশে প্রথমে আঘাত হানার আশঙ্কা নেই বললেই চলে।
আরিফ হোসেন ধারণা করে বলেন, ঘূর্ণিঝড় আম্পানের চেয়ে কম শক্তিধর হবে এটি। ভারতে এটি বুধবার আঘাত হানলে একদিন বা দুই দিন পর দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা অঞ্চলে এটি আছড়ে পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারা দেশে বিরাজমান প্রচণ্ড গরমে অতিষ্ঠ জীবনে কিছুটা স্বস্তি নামবে।
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অল্প সময়ের মধ্যেই কমে যাবে। বৃষ্টিপাত হবে দেশের বিভিন্ন এলাকায়। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক।
আমাদের খুলনা জেলার দাকোপ উপজেলা ও কয়রা উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা খুলনা। খুলনা আবহাওয়া কার্যালয় বলছে, ২৬ মে ইয়াস ওডিশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
২৬ মিনিট আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৩ ঘণ্টা আগেড্রোন শো পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন ১১ তরুণ গণমাধ্যমকর্মী। এক মাসের এ প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান
৩ ঘণ্টা আগে