Ajker Patrika

আম্পানের চেয়ে দুর্বল হবে ঘূর্ণিঝড় ইয়াস

নিজস্ব প্রতিবেদক
আম্পানের চেয়ে দুর্বল হবে ঘূর্ণিঝড় ইয়াস

ঢাকা: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এ পরিণত হয়েছে আজ সকালে। আগামী বুধবার এটি ভারতের ওডিশা ও তার আশপাশে প্রথম আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে জানান, আজ সোমবার সকালে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস। এটির গতিপথ আগের মতো ভারতের দিকে আছে। তাই ভারতে এটি প্রথম আঘাত হানতে পারে। গতি পরিবর্তন করে বাংলাদেশে প্রথমে আঘাত হানার আশঙ্কা নেই বললেই চলে।

আরিফ হোসেন ধারণা করে বলেন, ঘূর্ণিঝড় আম্পানের চেয়ে কম শক্তিধর হবে এটি। ভারতে এটি বুধবার আঘাত হানলে একদিন বা দুই দিন পর দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা অঞ্চলে এটি আছড়ে পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারা দেশে বিরাজমান প্রচণ্ড গরমে অতিষ্ঠ জীবনে কিছুটা স্বস্তি নামবে।

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অল্প সময়ের মধ্যেই কমে যাবে। বৃষ্টিপাত হবে দেশের বিভিন্ন এলাকায়। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক।

আমাদের খুলনা জেলার দাকোপ উপজেলা ও কয়রা উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা খুলনা। খুলনা আবহাওয়া কার্যালয় বলছে, ২৬ মে ইয়াস ওডিশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত