নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হলি আর্টিজান হামলার পর এ পর্যন্ত ১ হাজার ৫০০ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া র্যাবের ভূমিকার কারণে উগ্রবাদে জড়িত ১৬ জন তরুণ–তরুণী স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাঁদের পুনর্বাসনের চেষ্টা চলছে।
১ জুলাই হলি আর্টিজন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল মামুন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি। সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাও নিহত হন।
সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক বলেন, হলি আর্টিজানের ঘটনায় মামলা হয়। ওই মামলায় সংশ্লিষ্টদের সাজাও হয়েছে। তবে তা এখনো কার্যকর হয়নি। ওই ঘটনায় জঙ্গি দমনে মূল ভূমিকা পালন করে র্যাব। দেশে উগ্রবাদ দমনে র্যাব অগ্রণী ভূমিকা রাখছে।
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল–মন্তব্য করে র্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিরা যে পথে হাঁটছে, র্যাব তাদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। দেশে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের সবাই মিলে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
র্যাব মহাপরিচালক আরও জানান, মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ৪৬ হাজার কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। দেশে কিশোর গ্যাংয়ের প্রবণতা দেখা যাচ্ছে। কিশোরেরা যাতে জঙ্গি এবং মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান তিনি। ভেজাল পণ্যবিরোধী অভিযান এবং রোগ নির্ণয়ের নকল কিট জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও র্যাবের ভূমিকার কথা উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক।
দেশে জঙ্গিদের হামলার আর কোনো আশঙ্কা আছে কি–না–এ প্রশ্নে র্যাব প্রধান বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, বড় ধরনের হামলার কোনো তথ্য তাঁদের কাছে নেই। জঙ্গিদের চেয়ে র্যাব এগিয়ে রয়েছে। আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগাযোগ রয়েছে কি–না? এ প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগ সূত্র নেই।
সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলার তদন্তে দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে র্যাব প্রধান বলেন, মামলাটি অনেক সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। র্যাব অনেক মামলাই দ্রুত তদন্ত করে বের করতে পেরেছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সময় লাগতে পারে।
ঢাকা: হলি আর্টিজান হামলার পর এ পর্যন্ত ১ হাজার ৫০০ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া র্যাবের ভূমিকার কারণে উগ্রবাদে জড়িত ১৬ জন তরুণ–তরুণী স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাঁদের পুনর্বাসনের চেষ্টা চলছে।
১ জুলাই হলি আর্টিজন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল মামুন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি। সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাও নিহত হন।
সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক বলেন, হলি আর্টিজানের ঘটনায় মামলা হয়। ওই মামলায় সংশ্লিষ্টদের সাজাও হয়েছে। তবে তা এখনো কার্যকর হয়নি। ওই ঘটনায় জঙ্গি দমনে মূল ভূমিকা পালন করে র্যাব। দেশে উগ্রবাদ দমনে র্যাব অগ্রণী ভূমিকা রাখছে।
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল–মন্তব্য করে র্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিরা যে পথে হাঁটছে, র্যাব তাদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। দেশে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের সবাই মিলে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
র্যাব মহাপরিচালক আরও জানান, মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ৪৬ হাজার কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। দেশে কিশোর গ্যাংয়ের প্রবণতা দেখা যাচ্ছে। কিশোরেরা যাতে জঙ্গি এবং মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান তিনি। ভেজাল পণ্যবিরোধী অভিযান এবং রোগ নির্ণয়ের নকল কিট জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও র্যাবের ভূমিকার কথা উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক।
দেশে জঙ্গিদের হামলার আর কোনো আশঙ্কা আছে কি–না–এ প্রশ্নে র্যাব প্রধান বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, বড় ধরনের হামলার কোনো তথ্য তাঁদের কাছে নেই। জঙ্গিদের চেয়ে র্যাব এগিয়ে রয়েছে। আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগাযোগ রয়েছে কি–না? এ প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগ সূত্র নেই।
সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলার তদন্তে দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে র্যাব প্রধান বলেন, মামলাটি অনেক সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। র্যাব অনেক মামলাই দ্রুত তদন্ত করে বের করতে পেরেছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সময় লাগতে পারে।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা লড়তে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সেই আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, ‘আপনি ট্রেন মিস করেছেন।’
২৫ মিনিট আগেসচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। যদিও সরকারি কর্মচারীরা দলবদ্ধভাবে আন্দোলনে অংশ নিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
৩১ মিনিট আগেদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত এবং ১৩৫৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৯ জন এবং আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক শূন্য ১ শতাংশ, নিহতের ৩২ দশমিক ৫০ শতাংশ এবং আহতের ১০ দশমিক ৬১ শতাংশ।
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের নতুন সূচি ঘোষণা করেছে সরকার। ১৮ থেকে ২৪ আগস্ট সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা কবে। এর লক্ষ্য, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা।
১ ঘণ্টা আগে