Ajker Patrika

ঢাকায় ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ছবি: সংগৃহীত
ব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ছবি: সংগৃহীত

ব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর কোনো ব্রিটিশ মন্ত্রীর এটাই প্রথম সফর। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যাথরিন ওয়েস্ট আগামীকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, রাজনৈতিক দল, ছাত্রনেতা, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এই সফর সামনে রেখে ক্যাথরিন ওয়েস্ট বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় যুক্তরাজ্য সরকারের সমর্থন আছে।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আশা প্রকাশ করেন, ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রীর সফরে অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব আরও সম্প্রসারিত হবে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা দেবে। এই সহায়তা এখানে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অর্জন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত