কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর কোনো ব্রিটিশ মন্ত্রীর এটাই প্রথম সফর। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যাথরিন ওয়েস্ট আগামীকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, রাজনৈতিক দল, ছাত্রনেতা, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এই সফর সামনে রেখে ক্যাথরিন ওয়েস্ট বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় যুক্তরাজ্য সরকারের সমর্থন আছে।’
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আশা প্রকাশ করেন, ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রীর সফরে অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব আরও সম্প্রসারিত হবে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা দেবে। এই সহায়তা এখানে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অর্জন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।
ব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর কোনো ব্রিটিশ মন্ত্রীর এটাই প্রথম সফর। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যাথরিন ওয়েস্ট আগামীকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, রাজনৈতিক দল, ছাত্রনেতা, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এই সফর সামনে রেখে ক্যাথরিন ওয়েস্ট বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় যুক্তরাজ্য সরকারের সমর্থন আছে।’
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আশা প্রকাশ করেন, ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রীর সফরে অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব আরও সম্প্রসারিত হবে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা দেবে। এই সহায়তা এখানে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অর্জন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবন নির্মাণে অনিয়ম পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। ১৬০ কোটি টাকার বেশি ব্যয়ে এসব ভবন নির্মাণে কোনো প্রকল্প করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেওয়া হয়নি। খরচ করা হয়েছে কর্তৃপক্ষের ‘ইচ্ছেমতো’।
৯ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে অধ্যাদেশ হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরকে এই আইনের আওতায় আনা হবে। এই অধিদপ্তরের মাধ্যমেই শহীদদের পরিবারকে
৯ ঘণ্টা আগেমিয়ানমারের সামরিক জান্তা দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি-নিয়ন্ত্রিত রাখাইনে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পৌঁছানোর কোনো ধরনের ব্যবস্থা চায় না। আবার অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে যে আন্তর্জাতিক সম্মেলন করতে চায়, তাতেও জান্তার আপত্তি আছে।
১০ ঘণ্টা আগেহেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ২০৩টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য থানাগুলোতে তদন্ত শুরু হয়েছে, দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। যেসব মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়ে
১০ ঘণ্টা আগে