নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহসহ দুজনের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।
তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক পরিবহন নেতা খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এ ছাড়া একই অভিযোগে তিতাসের সাবেক বিক্রয় সহকারী ফারুক হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলমান। দুদক থেকে এই দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথকভাবে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে।
নোটিশের নথির সূত্র ধরে আরিফ সাদেক আরও জানান, আগামী ২১ কর্ম দিবসের মধ্যে তাঁদের স্থাবর, অস্থাবর সম্পদ, আয়-ব্যয়ের বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে দুদক।
দুদক সূত্রে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয় খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে। অভিযোগে ঢাকা মহানগর ও আশপাশের এলাকার বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় ১৫ হাজার বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের তথ্য উল্লেখ করা হয়েছে। এই চাঁদাবাজির মাধ্যমে তিনি নামে-বেনামে শতকোটি টাকার অবৈধ সম্পদ করেছেন।
সড়ক পরিবহন সমিতির সাবেক নেতা ইসমাইল হোসেন বাচ্চু ২০১৯ সালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য লীগের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে পরিবহন খাত থেকে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করেছিলেন। তারপর অভিযোগ আমলে নিয়ে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে অনুসন্ধান শুরু হয়। উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা খন্দকার এনায়েত উল্লাহর অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব পান।
ঢাকা: সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহসহ দুজনের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।
তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক পরিবহন নেতা খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এ ছাড়া একই অভিযোগে তিতাসের সাবেক বিক্রয় সহকারী ফারুক হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলমান। দুদক থেকে এই দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথকভাবে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে।
নোটিশের নথির সূত্র ধরে আরিফ সাদেক আরও জানান, আগামী ২১ কর্ম দিবসের মধ্যে তাঁদের স্থাবর, অস্থাবর সম্পদ, আয়-ব্যয়ের বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে দুদক।
দুদক সূত্রে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয় খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে। অভিযোগে ঢাকা মহানগর ও আশপাশের এলাকার বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় ১৫ হাজার বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের তথ্য উল্লেখ করা হয়েছে। এই চাঁদাবাজির মাধ্যমে তিনি নামে-বেনামে শতকোটি টাকার অবৈধ সম্পদ করেছেন।
সড়ক পরিবহন সমিতির সাবেক নেতা ইসমাইল হোসেন বাচ্চু ২০১৯ সালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য লীগের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে পরিবহন খাত থেকে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করেছিলেন। তারপর অভিযোগ আমলে নিয়ে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে অনুসন্ধান শুরু হয়। উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা খন্দকার এনায়েত উল্লাহর অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব পান।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
২ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৮ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৮ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৯ ঘণ্টা আগে