Ajker Patrika

বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২২, ১৭: ১১
বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে যা করেছে তার জন্য বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আর তাদের কারণে যারা হয়রানির শিকার হয়েছেন, সংস্থাটিকে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। 

আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। 

পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের অবস্থানের পরিবর্তন নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটি আপনি বিশ্ব ব্যাংককে জিজ্ঞেস করেন। আমি ওদের সঙ্গে ডিল (কাজ) করি না।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। তাদের নিশ্চয়ই দুঃখ হওয়া উচিত যে, তারা এত অন্যায় কাজ করেছে! বড় প্রতিষ্ঠান যে সব সময়ে ভালো করে বিষয়টি তা না, এর কোনো নিশ্চয়তা নেই। মিথ্যা অভিযোগে বহু লোককে তারা জ্বালাতন করেছে। তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। যে লোকগুলোকে বিশ্ব ব্যাংক হয়রানি করেছে, হেস্তনেস্ত করেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর তাদের ক্ষমা চাওয়া উচিত এবং বলা উচিত যে, আমরা খুব অন্যায় কাজ করেছি।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

এ নিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেবে কি না, এর ‍উত্তরে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা অত তাড়াহুড়াতে নাই। তাদের মনোভাব থাকা উচিত যে, তারা অন্যায় করেছে। দোষ স্বীকার করে নিলে কোনো ক্ষতি নেই।’

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত