Ajker Patrika

কাল চালু হচ্ছে আরও চার জোড়া যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক
কাল চালু হচ্ছে আরও চার জোড়া যাত্রীবাহী ট্রেন

ঢাকা: আগামীকাল রোববার চালু হচ্ছে আরও চার জোড়া যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে জয়দেবপুর-ঢাকা রুটে তিন জোড়া এবং পোড়াদহ-গোয়ালন্দ ঘাট রুটে এক জোড়া ট্রেন নিয়মিত চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (অপারেশন) মো. রেজাউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের চলমান কাজের কারণে জয়দেবপুর-ঢাকার মধ্যে সড়ক পথে যাত্রী চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগছে এবং যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে যাত্রী চাহিদা বিবেচনায় ও দুর্ভোগ লাঘবে এসব ট্রেন চালু করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিউটার ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। আগের মতই একটি আসন ফাঁকা রেখে যাত্রীরা এসব ট্রেনে গন্তব্যে যাত্রা করতে পারবেন। ট্রেনে দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া হবে না।

যেসব ট্রেন চালু হচ্ছে–তুরাগ কমিউটার, কালিয়াকৈর ডেমু, টাঙ্গাইল কমিউটার ও পোড়াদহ-গোয়ালন্দ ঘাট সেকশনে লোকাল ট্রেন।

এর আগে গত ২৪ মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়। দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। তবে করোনার কারণে বর্তমানে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত