Ajker Patrika

ঘূর্ণিঝড় ইয়াস: দুদিন পর ছোট নৌযান চলাচলও শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ মে ২০২১, ১৬: ২৮
ঘূর্ণিঝড় ইয়াস: দুদিন পর ছোট নৌযান চলাচলও শুরু

ঢাকা: দেশে ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এর প্রভাব কমে যাওয়ায় আজ শুক্রবার থেকে এক ইঞ্জিনের ছোট নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে তথ্যটি জানিয়েছেন।

জয়নাল আবেদীন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ার ফলে যাত্রীবাহী নৌযান চলাচলের ওপর সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই সব নৌযান চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আজ আবহাওয়া পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। কিন্তু নৌযানকে বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে দেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে দুই ইঞ্জিনের বড় নৌযান চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৪৯ দিন পর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত