Ajker Patrika

স্বাস্থ্য খাত নিয়ে সবখানে আস্থাহীনতায় মানুষ: স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ২১: ৩২
স্বাস্থ্য খাত নিয়ে সবখানে আস্থাহীনতায় মানুষ: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘চিকিৎসা নিয়ে মানুষের আস্থা কম থাকায় তৃণমূলের মানুষ ঢাকায় আসছে। আর ঢাকার মানুষ বিদেশে যাচ্ছে। সবখানেই মানুষের মনে আস্থাহীনতা কাজ করছে। সেটি বুঝেই আমি কাজ শুরু করেছি। স্বাস্থ্যসেবার মান এমনভাবে বাড়াতে হবে, যাতে মানুষ আস্থার অভাবে না থাকে।’

আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলেন এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ১৫৪তম বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে যোগদান ইত্যাদি বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

মন্ত্রী বলেন, ‘১ ফেব্রুয়ারি সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পদে যোগ দেবেন। এটি আমাদের জন্য বিরাট অর্জন। সায়মা ওয়াজেদ কেবল প্রধানমন্ত্রী কন্যাই নন, অটিজম নিয়ে কাজ করে বিশ্বব্যাপী পরিচিত মুখ।’ 

সংবাদ সম্মেলনে বেসরকারি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মন্ত্রী। একই সঙ্গে করোনার বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানান। তবে শিশু আয়ানের তদন্তের বিষয়ে জানতে চাইলে উচ্চ আদালেত মামলা থাকায় তিনি বিষয়টি এড়িয়ে যান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত