Ajker Patrika

ভারতীয় কিশোরীকে অপহরণের অভিযোগে ঢাকায় কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতীয় কিশোরীকে অপহরণের অভিযোগে ঢাকায় কিশোর গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁও থেকে অপহৃত এক কিশোরীকে (১৪) রাজধানীর টঙ্গী থেকে উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) ১১ উত্তরা। অপহরণের অভিযোগে বাংলাদেশের নাগরিক এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এপিবিএন ১১ উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী।

কাজী রুবাইয়াত রুমী জানান, বাংলাদেশের ভারতীয় দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, এক কিশোরীকে অপহরণের অভিযোগে বাংলাদেশের নাগরিক এক কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁও দেবগড় গ্রামের প্রদীপ পাল। তিনি ওই কিশোরীর বাবা। কিশোরীর বাবা দাবি করেন, তাঁর মেয়ে ঢাকার আশপাশে কোথাও আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তির সহায়তায় টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ধারায় একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত