নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডলারের দামের ক্ষেত্রে বাজারে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তাতে দেশের কিছু অসাধু ব্যবসায়ী জড়িত। তাঁদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ওকাব’ -এর ‘মিট দ্য ওকাব’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেছেন। মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ডলারের দাম ওঠানামা করার কারণে দেশের বাজারেও ডলারের দাম ওঠানামা করছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে সরকার।’
অনুষ্ঠানে প্রথমে ওকাবের সদস্যরা বাণিজ্যমন্ত্রীকে প্রশ্ন করেন। পরে অন্য সংবাদকর্মীরাও বাণিজ্য মন্ত্রীকে প্রশ্ন করেন।
ট্রানজিট সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, নেপাল ও ভুটানে ট্রানজিট দিতে সম্মত হয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরে এ সম্মতি আসে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে সাতটি চুক্তি হয়েছে। দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। ভারতে আগামী কয়েক বছরে পোশাক রপ্তানি ১ বিলিয়ন থেকে ৪ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলেও জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে সামনের বছর দেশের অর্থনীতি আরও খারাপ হতে পারে। এ জন্য খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলেও জানান তিনি।
ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতির বিষয়ে বলেন, ‘এই বাণিজ্য ঘাটতি রাতারাতি কমানো সম্ভব নয়। এসব দেশ থেকে শিল্পের কাঁচামাল আমদানি করার কারণেই এই ঘাটতি বেশি। দেশীয় শিল্পের বিকাশ হলে এই ঘাটতি কমে আসবে।’
বর্তমানে সীমান্তে মিয়ানমার পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন বলেও এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রোহিঙ্গা নিয়ে এখনো সমাধান হচ্ছে না। তাদের ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান।’
আরেক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, বাণিজ্য বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আলাদাভাবে চুক্তি হচ্ছে। ভারতের সঙ্গেও সেফা চুক্তি করার ব্যাপারে আলোচনা চলছে। ইন্দোনেশিয়ার সঙ্গেও এ ধরনের চুক্তি নিয়ে আলোচনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।
মানবাধিকার লঙ্ঘন নিয়ে পশ্চিমাদের উদ্বেগের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম।’
ডিমের দাম কমাতে প্রয়োজনে ভারত থেকে ডিম আমদানির পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, ডিমের দাম বেঁধে দিতে কৃষি মন্ত্রণালয়কে বলা হয়েছে। কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য আমদানি করতে চিন্তা করতে হয় বলেও উল্লেখ করেন তিনি।
ডলারের দামের ক্ষেত্রে বাজারে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তাতে দেশের কিছু অসাধু ব্যবসায়ী জড়িত। তাঁদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ওকাব’ -এর ‘মিট দ্য ওকাব’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেছেন। মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ডলারের দাম ওঠানামা করার কারণে দেশের বাজারেও ডলারের দাম ওঠানামা করছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে সরকার।’
অনুষ্ঠানে প্রথমে ওকাবের সদস্যরা বাণিজ্যমন্ত্রীকে প্রশ্ন করেন। পরে অন্য সংবাদকর্মীরাও বাণিজ্য মন্ত্রীকে প্রশ্ন করেন।
ট্রানজিট সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, নেপাল ও ভুটানে ট্রানজিট দিতে সম্মত হয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরে এ সম্মতি আসে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে সাতটি চুক্তি হয়েছে। দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। ভারতে আগামী কয়েক বছরে পোশাক রপ্তানি ১ বিলিয়ন থেকে ৪ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলেও জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে সামনের বছর দেশের অর্থনীতি আরও খারাপ হতে পারে। এ জন্য খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলেও জানান তিনি।
ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতির বিষয়ে বলেন, ‘এই বাণিজ্য ঘাটতি রাতারাতি কমানো সম্ভব নয়। এসব দেশ থেকে শিল্পের কাঁচামাল আমদানি করার কারণেই এই ঘাটতি বেশি। দেশীয় শিল্পের বিকাশ হলে এই ঘাটতি কমে আসবে।’
বর্তমানে সীমান্তে মিয়ানমার পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন বলেও এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রোহিঙ্গা নিয়ে এখনো সমাধান হচ্ছে না। তাদের ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান।’
আরেক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, বাণিজ্য বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আলাদাভাবে চুক্তি হচ্ছে। ভারতের সঙ্গেও সেফা চুক্তি করার ব্যাপারে আলোচনা চলছে। ইন্দোনেশিয়ার সঙ্গেও এ ধরনের চুক্তি নিয়ে আলোচনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।
মানবাধিকার লঙ্ঘন নিয়ে পশ্চিমাদের উদ্বেগের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম।’
ডিমের দাম কমাতে প্রয়োজনে ভারত থেকে ডিম আমদানির পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, ডিমের দাম বেঁধে দিতে কৃষি মন্ত্রণালয়কে বলা হয়েছে। কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য আমদানি করতে চিন্তা করতে হয় বলেও উল্লেখ করেন তিনি।
গত বছরের জুলাই-অগাস্টে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের সময় সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনলেও, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এটি আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী গণহত্যা নয় বরং ‘ম্যাস কিলিং’।
১ ঘণ্টা আগেশেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে পরিণত হয়। গত জুলাইয়ের এই অভ্যুত্থানে অনেক দল, সংগঠন, প্ল্যাটফর্ম, ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রেখেছিল। কিন্তু শেখ হাসিনার পতনের পর বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তাদের মধ্যে দূরত্ব ও অস্থিরতা দিন দিন বাড়ছে।
৪ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে এই প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না—তা উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এই বিধি-নিষেধ জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগেনতুন সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। সোমবার (১২ মে) সিআইডি প্রধান হিসেবে যোগদান করেন তিনি। সিআইডির ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানা যায়।
৭ ঘণ্টা আগে