Ajker Patrika

আরও ৮৯ লাখ টিকা বরাদ্দ পেল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৩৭
আরও ৮৯ লাখ টিকা বরাদ্দ পেল বাংলাদেশ 

আরও ৮৯ লাখ ডোজ টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৭১ লাখ ডোজ হবে ফাইজার এবং ১৮ লাখ ডোজ মডার্নার। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে আজ এ তথ্য জানিয়েছেন। 

প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে লেখেন, কোভ্যাক্স–সুবিধার আওতায় বাংলাদেশ নতুন করে ফাইজার ও মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে। এর মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজার অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর বাকি ১৮ লাখ মডার্নার ডোজ পাওয়া যাবে টিকা সরবরাহের সম্মিলিত উদ্যোগ কোভ্যাক্স থেকে। চলতি বছরের শেষ তিন মাসে এই টিকা দেশে আসবে বলে জানিয়েছেন তিনি। এর জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়ে আরও টিকা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। 

সব মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি ডোজ টিকা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে। এর মধ্যে উপহার ছাড়াও কোভ্যাক্সের মাধ্যমে ১০ কোটি ডোজ, চীন থেকে সিনোফার্মের টিকা কেনা হচ্ছে সাড়ে ৭ কোটি ডোজ এবং ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য কোভ্যাক্সের বরাদ্দ দেওয়া ৬ কোটি ডোজ টিকা বাংলাদেশের বিনা মূল্যে পাওয়ার কথা রয়েছে। 

সরকারের ঘোষণা অনুযায়ী দেশের ৮০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকার আওতায় আনতে ২৬ কোটি ডোজ টিকা দরকার। গত রোববার পর্যন্ত বাংলাদেশে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত