Ajker Patrika

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২১: ৫০
জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি ঢাকায়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এসেছেন জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, জাতিসংঘে মিয়ানমারের মানবাধিকার নিয়ে বিশেষ দূত টম অ্যান্ড্রুজ দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে তাঁর মিশন শুরু করেছেন। ১৩ থেকে ১৯ ডিসেম্বর তিনি বাংলাদেশে অবস্থান করবেন। বাংলাদেশ সফরের বিস্তারিত ২০২২ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করবেন। 

এ ব্যাপারে টম অ্যান্ড্রুজ বলেন, ‘বিশ্বের ভুলে গেলে চলবে না যে, প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যার মুখে জীবন নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। যখন পরিস্থিতি নিরাপদ, সম্মানজনক ও টেকসই হবে তখন রোহিঙ্গারা মিয়ানমারে তাঁদের বসতির বাইরে বেশি কিছু চান না।’ 

জাতিসংঘে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত বাংলাদেশে ঢাকার পাশাপাশি কক্সবাজার এবং ভাসানচর আশ্রয়শিবির পরিদর্শন করবেন। পরিদর্শনকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বাংলাদেশ সরকারে প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে ১৯ ডিসেম্বর দুপুরে সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের এ বিশেষ দূত। 

এর আগে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়াংহি লি। দীর্ঘ এ সময়ে একবারের জন্যও মিয়ানমার সরকারের সঙ্গে বৈঠক করতে পারেননি তিনি। ইয়াংহি লিকে সফরের অনুমতিও দেয়নি মিয়ানমার সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত