Ajker Patrika

মেডিকেলের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিমের স্ত্রীর জমি জব্দ ও হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
ফাইল ছবি
ফাইল ছবি

মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি ক্রোক ও ছয়টি ব্যাংক হিসাবে থাকা ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।

দুদকের আবেদন অনুযায়ী স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৮১০ শতাংশ বাগানবাড়ি, তিন ও চারতলার দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও আটতলার বাণিজ্যিক ভবন। দুদকের উপপরিচালক কে এম আসাদুজ্জামান হিসাব অবরুদ্ধ ও জমি ক্রোক চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪–এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, জসিম ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পদ রয়েছে, যা অবৈধভাবে অর্জিত। অনুসন্ধানকালে উল্লিখিত সম্পদের তথ্য পাওয়া যায়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তাঁর অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তরের অপচেষ্টা চালাচ্ছেন, যা সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। ফলে অভিযুক্ত ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট নিম্নবর্ণিত স্থাবর/অস্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

২০২০ সালের ২৩ জুলাই মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধান জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নুকে গ্রেপ্তার করে পুলিশ।

মেডিকেল ও ডেন্টালে ভর্তিপরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাস্টারমাইন্ড স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালাম খান। তাঁরই খালাতো ভাই জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নু নিজেদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের মাধ্যমে অর্থাৎ পারিবারিক চক্রের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিতেন ফাঁস করা প্রশ্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত