Ajker Patrika

‘আমরা বীরের জাতি, আমরা কাউকে কাউন্ট করি না’

বিশেষ প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২১: ৩৭
‘আমরা বীরের জাতি, আমরা কাউকে কাউন্ট করি না’

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট (গুনি) করি না। মিয়ানমার থেকে বারবার বাংলাদেশের ভূখণ্ডে মর্টারের গোলা পড়া ও হতাহতের ঘটনায় এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সবাই সব সময় প্রস্তুত রয়েছে।’

সভায় সেনা, বিমান ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ডসহ গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও নিজেদের মতামত ব্যক্ত করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী, ‘প্রধানমন্ত্রী দেশে নেই। আমরা একটা পরিস্থিতি দেখছি, মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই যুদ্ধের গোলাবারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে এসে পড়ছে।’ 

দেশের জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সে জন্যই আজকের এই সভাটি আমরা করেছি।’ যুদ্ধের মতো পরিস্থিতিও আমাদের এখানে আসেনি বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনার পরে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমাদের জাতীয় পলিসি (নীতি) যেটা-সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। আমরা সেখানে যুদ্ধকে কখনোই উৎসাহিত করি না।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার তাদের (ইন্টারনাল) অভ্যন্তরীণ দ্বন্দ্বে যুক্ত। বাংলাদেশের সঙ্গে তাদের আর কোনো বৈরী আচরণ নেই। শুধুমাত্র জোর করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীসহ সবাই যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সব সময় প্রস্তুত থাকে। এখনো তারা প্রস্তুত আছেন।’ 

মন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাজেই আমরা কাউকে আর কাউন্ট (গুনি) করি না। এ সমস্ত বিষয়ে আমরা কিছু মনে করি না। আমরা বীরের জাতি, সব সময় প্রস্তুত আছি।’ 

মিয়ানমার নিজেদের মধ্যে যুদ্ধে করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘উসকানি দেওয়ার অনেকগুলো প্রচেষ্টা তারা...মানে কে বা কারা করেছে এগুলো আমাদের জানা নেই।’ 

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘সীমান্তে যেটা হচ্ছে, এটা তাদের (মিয়ানমারের) অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত