কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে-পরে সহিংসতায় প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন অংশ ও প্রতিবেশী ভারত।
এই উদ্বেগ আমলে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার বলেছেন, ধর্মীয় ও রাজনৈতিক কারণে কেউ অত্যাচার-অনাচারের শিকার হয়ে থাকলে প্রতিটি ঘটনা বিচারের আওতায় আনা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন উপদেষ্টা।
মতবিনিময় সভা বলা হলেও বাস্তবে আয়োজনটি ছিল প্রেস ব্রিফিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সেখানে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে উদ্বেগগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো সরকারেরও উদ্বেগের বিষয়। এটা অস্বীকার করার উপায় নেই। ঘটনাগুলো ঘটতে না দেওয়া গেলে ভালো হতো।’
তৌহিদ হোসেন বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে কিছু হামলা হয়েছে। একই ধরনের আক্রমণ পাশে মুসলমানের ঘরেও হয়েছে।’
এসব হামলা ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে—এমনটা দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তার মানে এই নয় যে এসব কারণে আগুন লাগিয়ে দেওয়া অথবা আঘাত করা যায়। যেকোনো কারণেই হোক, সহিংসতা মেনে নেওয়া যায় না। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় যে, কোনো একজন ধর্মের কারণে বা তাঁর রাজনৈতিক বিশ্বাসের কারণে নির্যাতনের শিকার হবেন।’
সংখ্যালঘুদের মধ্যে পৃথিবীর সর্বত্রই একধরনের অস্থিরতা কাজ করে, এমনটা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এ কারণে তাঁদের সুরক্ষা একটু বেশি দিতে হয়।’
উপদেষ্টা বলেন, ‘সারা দেশে ঘটে যাওয়া অত্যাচার-অনাচারের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে—কোথায় কী ধরনের অনাচার-অত্যাচার হয়েছে। এগুলো যারা করেছে, তাদের দলমত না দেখে বিচারের আওতায় আনা হবে।’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে-পরে সহিংসতায় প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন অংশ ও প্রতিবেশী ভারত।
এই উদ্বেগ আমলে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার বলেছেন, ধর্মীয় ও রাজনৈতিক কারণে কেউ অত্যাচার-অনাচারের শিকার হয়ে থাকলে প্রতিটি ঘটনা বিচারের আওতায় আনা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন উপদেষ্টা।
মতবিনিময় সভা বলা হলেও বাস্তবে আয়োজনটি ছিল প্রেস ব্রিফিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সেখানে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে উদ্বেগগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো সরকারেরও উদ্বেগের বিষয়। এটা অস্বীকার করার উপায় নেই। ঘটনাগুলো ঘটতে না দেওয়া গেলে ভালো হতো।’
তৌহিদ হোসেন বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে কিছু হামলা হয়েছে। একই ধরনের আক্রমণ পাশে মুসলমানের ঘরেও হয়েছে।’
এসব হামলা ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে—এমনটা দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তার মানে এই নয় যে এসব কারণে আগুন লাগিয়ে দেওয়া অথবা আঘাত করা যায়। যেকোনো কারণেই হোক, সহিংসতা মেনে নেওয়া যায় না। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় যে, কোনো একজন ধর্মের কারণে বা তাঁর রাজনৈতিক বিশ্বাসের কারণে নির্যাতনের শিকার হবেন।’
সংখ্যালঘুদের মধ্যে পৃথিবীর সর্বত্রই একধরনের অস্থিরতা কাজ করে, এমনটা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এ কারণে তাঁদের সুরক্ষা একটু বেশি দিতে হয়।’
উপদেষ্টা বলেন, ‘সারা দেশে ঘটে যাওয়া অত্যাচার-অনাচারের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে—কোথায় কী ধরনের অনাচার-অত্যাচার হয়েছে। এগুলো যারা করেছে, তাদের দলমত না দেখে বিচারের আওতায় আনা হবে।’
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
২৭ মিনিট আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৩ ঘণ্টা আগেড্রোন শো পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন ১১ তরুণ গণমাধ্যমকর্মী। এক মাসের এ প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান
৩ ঘণ্টা আগে