নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় অনিশ্চিত হয়ে পড়েছে কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের ফেরা। আজ সোমবার সকালে কাতার ভিত্তিক টেলিভিশন আল–জাজিরার প্রতিবেদনে জানানো হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ায় কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ কাউকে বিমানবন্দরে না আসতে অনুরোধ করেছে। লুটপাট ও অপহরণ ঠেকাতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়েছে। এমন একটি বার্তা দিয়েছেন তাঁরা।
ব্র্যাক ইন্টারন্যাশনাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আফগানিস্তানের ১০টি প্রদেশে প্রায় ৩ হাজার কর্মীর মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রবাসী কর্মীদের মধ্যে তিনজন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, তাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে। কাবুলে থাকা নয়জন বাংলাদেশির মধ্যে তিনজন গত শুক্রবার বিমানযোগে রওনা দিয়েছেন এবং বাকি ৬ জনের আগামী ২২ আগস্টের মধ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। কিন্তু সংঘর্ষ ও গোলাগুলিতে হতাহতের ঘটনায় আজ সকালে বিমানবন্দর বন্ধ ঘোষণা করার পর বাংলাদেশিদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস নেই। উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম একই সঙ্গে আফগানিস্তান, তাজিকিস্তানে ও কিরগিজস্তানের দায়িত্বে আছেন। তিনি গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ব্র্যাকের ছয় কর্মী সংস্থার আবাসিক পরিচালকের বাসায় আশ্রয় নিয়েছেন। জাহাঙ্গীর জানান, কাবুলে আর কেউ আছে কি–না সেটি ব্র্যাকের মাধ্যমে জানা চেষ্টা করেছি। অন্য শহরগুলো থেকে কেউ কোনো তথ্য জানায়নি। এরই মধ্যে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি হটলাইন চালু করা হয়েছে। যদি কোনো তথ্য পাওয়া যায় +৯৯৮-৯৯৯১১৯১০২ এবং +৯৯৮-৯৭৪৪০২২০১ নম্বরে জানাতে অনুরোধ করেন তিনি।
রাষ্ট্রদূত আরও জানিয়েছিলেন, তিনজন বাংলাদেশি আফগানিস্তানে কারাগারে বন্দী ছিলেন, তালেবান যোদ্ধারা সেখানে ঢুকে পড়ার পর অনেকেই পালাতে সক্ষম হন। ছাড়া পেয়ে বন্দী এক বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক শামেরান আবেদ এক বিজ্ঞপ্তিতে গত ১৩ আগস্ট আফগানিস্তানের থাকা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। সেখানে বলা হয়, ১৯ বছরের বেশি সময় ধরে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।
এখন পরবর্তী করণীয় নিয়ে কাজ চলছে বলে আজকের পত্রিকাকে জানান সংস্থাটির গণমাধ্যম শাখার প্রধান রাফে সাদনান আদেল।
বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় অনিশ্চিত হয়ে পড়েছে কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের ফেরা। আজ সোমবার সকালে কাতার ভিত্তিক টেলিভিশন আল–জাজিরার প্রতিবেদনে জানানো হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ায় কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ কাউকে বিমানবন্দরে না আসতে অনুরোধ করেছে। লুটপাট ও অপহরণ ঠেকাতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়েছে। এমন একটি বার্তা দিয়েছেন তাঁরা।
ব্র্যাক ইন্টারন্যাশনাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আফগানিস্তানের ১০টি প্রদেশে প্রায় ৩ হাজার কর্মীর মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রবাসী কর্মীদের মধ্যে তিনজন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, তাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে। কাবুলে থাকা নয়জন বাংলাদেশির মধ্যে তিনজন গত শুক্রবার বিমানযোগে রওনা দিয়েছেন এবং বাকি ৬ জনের আগামী ২২ আগস্টের মধ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। কিন্তু সংঘর্ষ ও গোলাগুলিতে হতাহতের ঘটনায় আজ সকালে বিমানবন্দর বন্ধ ঘোষণা করার পর বাংলাদেশিদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস নেই। উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম একই সঙ্গে আফগানিস্তান, তাজিকিস্তানে ও কিরগিজস্তানের দায়িত্বে আছেন। তিনি গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ব্র্যাকের ছয় কর্মী সংস্থার আবাসিক পরিচালকের বাসায় আশ্রয় নিয়েছেন। জাহাঙ্গীর জানান, কাবুলে আর কেউ আছে কি–না সেটি ব্র্যাকের মাধ্যমে জানা চেষ্টা করেছি। অন্য শহরগুলো থেকে কেউ কোনো তথ্য জানায়নি। এরই মধ্যে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি হটলাইন চালু করা হয়েছে। যদি কোনো তথ্য পাওয়া যায় +৯৯৮-৯৯৯১১৯১০২ এবং +৯৯৮-৯৭৪৪০২২০১ নম্বরে জানাতে অনুরোধ করেন তিনি।
রাষ্ট্রদূত আরও জানিয়েছিলেন, তিনজন বাংলাদেশি আফগানিস্তানে কারাগারে বন্দী ছিলেন, তালেবান যোদ্ধারা সেখানে ঢুকে পড়ার পর অনেকেই পালাতে সক্ষম হন। ছাড়া পেয়ে বন্দী এক বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক শামেরান আবেদ এক বিজ্ঞপ্তিতে গত ১৩ আগস্ট আফগানিস্তানের থাকা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। সেখানে বলা হয়, ১৯ বছরের বেশি সময় ধরে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।
এখন পরবর্তী করণীয় নিয়ে কাজ চলছে বলে আজকের পত্রিকাকে জানান সংস্থাটির গণমাধ্যম শাখার প্রধান রাফে সাদনান আদেল।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৪০ মিনিট আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৩ ঘণ্টা আগেড্রোন শো পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন ১১ তরুণ গণমাধ্যমকর্মী। এক মাসের এ প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান
৩ ঘণ্টা আগে