Ajker Patrika

সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল: ডিএনসিসি-বোরাককে চুক্তি চূড়ান্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৭: ৫৫
সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল: ডিএনসিসি-বোরাককে চুক্তি চূড়ান্তের নির্দেশ

রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জমিতে বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের নির্মিত বহুতল ভবন বণ্টনের চুক্তি চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ নির্দেশ দেন। 

আদালত আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন। এ ছাড়া আগামী ৯ অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। 

শুনানিতে সিটি করপোরেশনের আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের জায়গায় যতগুলো ভবন নির্মিত হয়েছে, তার কোনোটিতেই ২২ শতাংশের বেশি সিটি করপোরেশন পায়নি। বোরাক থেকে এই ভবনের প্রথমাংশের ৩০ শতাংশ পেয়েছি। আর ওপরের ১৫ তলা থেকে ২৮ তলা পর্যন্ত ৪০ শতাংশ চুক্তিবদ্ধ হয়েছি। এই চুক্তিতে আমরা সন্তুষ্ট।’ 

বোরাক রিয়েল এস্টেটের আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, ‘বিষয়টি একটি সেটেলমেন্টে এসেছে। এখন কোর্টের একটা আদেশ পেলে তাদের পাওনা বুঝিয়ে দেব।’ আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ। 

এর আগে ‘সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের জায়গায় বহুতল ভবন নির্মাণের জন্য ঢাকা সিটি করপোরেশন ও বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে গত ১১ জুন রিট আবেদন করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। ওই রুলের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন দেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত