Ajker Patrika

বাংলাদেশে গণতন্ত্র, সাম্য ও মানবাধিকার সমুন্নত রাখায় জোর বাইডেনের 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৬: ০০
বাংলাদেশে গণতন্ত্র, সাম্য ও মানবাধিকার সমুন্নত রাখায় জোর বাইডেনের 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশে গণতন্ত্র, সাম্য ও মানবাধিকার সমুন্নত রাখার ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২১ মার্চ দেওয়া এ চিঠিটি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে পাঠান। আজ সোমবার বাইডেনের চিঠির বিষয়ে সাংবাদিকদের জানায় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস।

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চিঠিচিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করার ওপরও জোর দেন। এ ছাড়া বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের প্রায় ১০ লাখ রোহিঙ্গার সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে বাইডেন বলেন, এই শরণার্থীদের সঙ্গে সংঘটিত নৃশংসতায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। 

চিঠিতে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া এবং মহামারিকালে বাংলাদেশের বৈশ্বিক অবদানের জন্য ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। চিঠির শেষে বাইডেন লিখেছেন, ‘এই ঐতিহাসিক দিবস উদ্‌যাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাই, জয় বাংলা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত