Ajker Patrika

অভ্যুত্থানে নিহতদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান তথ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২: ০৮
অভ্যুত্থানে নিহতদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান তথ্য উপদেষ্টার

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনগণ বান্ধব হতে হবে বিটিভিকে। 

আজ বুধবার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথা বলেন। ছাত্র- জনতার অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বানও জানান তিনি। 

উপদেষ্টা বলেন, ‘বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন।’

তিনি আরও বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরেও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাঁদের গল্প জনগণকে জানানো দরকার।

এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন বিটিভিকে। তিনি বলেন, যাঁরা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যাঁরা বঞ্চিত ছিলেন, তাঁদের সুযোগ করে দেওয়া উচিত।

সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্ট, বৃহস্পতিবার বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন  কি না জানতে চান তথ্য উপদেষ্টা। 

সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষের দুর্গতি, সারা দেশে চাঁদাবাজি, দখলদারত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত