নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গাদের একটি অংশকে যেখানে রাখা হয়েছে, সেই ভাসানচরের উন্নয়নে সহযোগিতা দেবে সৌদি আরব। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান এ কথা জানান।
সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা যাতে শান্তির সঙ্গে থাকতে পারে, এটা তাঁরা চান। তাঁরা প্রথম দিন থেকেই বলছেন, রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফিরে যেতে হবে। এ জন্য তাঁরা কাজ করছেন। ওআইসিতে তাঁদের স্ট্রং সাপোর্ট রাখছেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁরা কথা বলছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করায় সরকারের প্রশংসা করেন সৌদির রাষ্ট্রদূত। ভাসানচরকে আরও ডেভেলপ করার জন্য তারা সহযোগিতা করবে। তাঁর (রাষ্ট্রদূত) সঙ্গে আমাদের ভাসানচর যাওয়ার কথা ছিল, সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন।’
আলোচনার মাধ্যমেই মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধ কোনো দিনই শান্তি বয়ে আনে না। দীর্ঘমেয়াদি শান্তির জন্য অবশ্যই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, এটাই আমাদের অভিমত। এটাই আমরা জানিয়ে দিয়েছি।’
জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনশক্তির ব্যাপারে তিনি পুলিশ ক্লিয়ারেন্স ত্বরান্বিত করতে বলেছেন। তিনি জানিয়েছেন, দূতাবাসের সামনে অনেক ভিড় হওয়ায় তাঁরা কিছু ব্যবস্থা নিয়েছেন। সেখানে যাতে কোনো ভুল-বোঝাবুঝি না হয়। পুলিশ বাহিনী সেখানে সতর্ক থাকবে বলে তাঁকে জানানো হয়েছে। ফোকাল পয়েন্ট তৈরির জন্য তাঁরা বলেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি কাজ করছেন সেখানে এবং এখানে অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ফোকাল পয়েন্ট হিসেবে থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ। এদের একজনকে তাঁরা ফোকাল পয়েন্ট করার কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫০ হাজার বাংলাদেশিকে আমরা এখনো পাসপোর্ট দিতে পারিনি। তাঁরা সেগুলো তাড়াতাড়ি দেওয়ার কথা বলেছেন। তাঁরা বলেছেন, আমরা এদের ফেরত পাঠাব না, যাতে তাঁরা অবৈধ না হয়, সে জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। আমরা সেগুলোর ব্যবস্থা করছি।’
রোহিঙ্গাদের একটি অংশকে যেখানে রাখা হয়েছে, সেই ভাসানচরের উন্নয়নে সহযোগিতা দেবে সৌদি আরব। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান এ কথা জানান।
সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা যাতে শান্তির সঙ্গে থাকতে পারে, এটা তাঁরা চান। তাঁরা প্রথম দিন থেকেই বলছেন, রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফিরে যেতে হবে। এ জন্য তাঁরা কাজ করছেন। ওআইসিতে তাঁদের স্ট্রং সাপোর্ট রাখছেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁরা কথা বলছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করায় সরকারের প্রশংসা করেন সৌদির রাষ্ট্রদূত। ভাসানচরকে আরও ডেভেলপ করার জন্য তারা সহযোগিতা করবে। তাঁর (রাষ্ট্রদূত) সঙ্গে আমাদের ভাসানচর যাওয়ার কথা ছিল, সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন।’
আলোচনার মাধ্যমেই মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধ কোনো দিনই শান্তি বয়ে আনে না। দীর্ঘমেয়াদি শান্তির জন্য অবশ্যই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, এটাই আমাদের অভিমত। এটাই আমরা জানিয়ে দিয়েছি।’
জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনশক্তির ব্যাপারে তিনি পুলিশ ক্লিয়ারেন্স ত্বরান্বিত করতে বলেছেন। তিনি জানিয়েছেন, দূতাবাসের সামনে অনেক ভিড় হওয়ায় তাঁরা কিছু ব্যবস্থা নিয়েছেন। সেখানে যাতে কোনো ভুল-বোঝাবুঝি না হয়। পুলিশ বাহিনী সেখানে সতর্ক থাকবে বলে তাঁকে জানানো হয়েছে। ফোকাল পয়েন্ট তৈরির জন্য তাঁরা বলেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি কাজ করছেন সেখানে এবং এখানে অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ফোকাল পয়েন্ট হিসেবে থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ। এদের একজনকে তাঁরা ফোকাল পয়েন্ট করার কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫০ হাজার বাংলাদেশিকে আমরা এখনো পাসপোর্ট দিতে পারিনি। তাঁরা সেগুলো তাড়াতাড়ি দেওয়ার কথা বলেছেন। তাঁরা বলেছেন, আমরা এদের ফেরত পাঠাব না, যাতে তাঁরা অবৈধ না হয়, সে জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। আমরা সেগুলোর ব্যবস্থা করছি।’
পুলিশ সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে একাধিক দাবির কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ওভারটাইম ভাতা চালুর প্রস্তাব। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পর্যায়ের পুলিশ সদস্যদের নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভাতা প্রদানের দাবিটি এসেছে...
২ ঘণ্টা আগেমানবাধিকার লঙ্ঘনের দায়ে অতীতে ব্যাপকভাবে সমালোচিত পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট র্যাব নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৫-এ দেওয়া উপস্থাপনায় বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, র্যাব সদস্যদের দায়িত্ব পালনে কোনো
৩ ঘণ্টা আগে‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৫ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা, জুলাই গণ-অভ্যুত্থান-সম্পর্কিত মামলায় ৪ জেলায় কমপক্ষে ১৩৭ জন সাংবাদিককে আসামি করা এবং সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়েছে
৫ ঘণ্টা আগে