নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মঙ্গলবার দুপুর বারোটায় শাহবাগে পঞ্চাশ গজের মধ্যে ত্রিমুখী চেকপোস্ট বসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সেনাবাহিনী ও পুলিশ।
ধানমন্ডির ন্যাশনাল ব্যাংক থেকে কাজ শেষ করে বন্ধুকে নিয়ে রিকশায় কাকরাইল যাচ্ছিলেন ব্যবসায়ী খায়রুল হুদা। শাহবাগে র্যাবের চেকপোস্ট আটকানো হয় তাঁকে। রিকশায় একে তো ছিলেন দুজন আবার বাইরে বের হওয়ার কারণও যৌক্তিক মনে হয়নি র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর। খায়রুল হুদাকে গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
স্টাফের ফোনে অফিসে চুরির খবর পেয়ে আরেক সহকর্মীর সঙ্গে ফকিরাপুল যাচ্ছিলেন জাহিদ হাসান। তাঁকেও গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, তাঁদেরই মূলত জরিমানা করা হচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর হবেন উল্লেখ করে তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত একশ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচজনকে দুই হাজার আট শ টাকা জরিমানা করা হয়েছে।
রাস্তার আরেক পাশেই দেখা গেল শাহবাগ পুলিশের চেকপোস্ট। এম এ হানিফ নামের এক মোটরসাইকেল যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হানিফের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি হাসপাতালের নষ্ট মেশিনারিজ মেরামতের কাজ করেন। ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে সে কারণেই যাচ্ছিলেন। কিন্তু রমনার এডিসি হারুনুর রশিদের কাছে যৌক্তিক কারণ মনে না হওয়ায় তাঁকে আটকানো হয়েছে।
এডিসি হারুনুর রশিদ বলেন, সরকারের বিধিনিষেধ সবাইকে মানতে হবে। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ না থাকায় এর আগেও বেশ কয়জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। যারা অকারণে বের হচ্ছেন তাদেরই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
শাহবাগে রাস্তার আরেক প্রান্তে মেজর হাসান চৌধুরীর নেতৃত্বে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। একের পর এক গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।
সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে হাসান চৌধুরী বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। সবাইকে বিধিনিষেধ মেনে চলতে হবে। অকারণে বের হওয়া যাবে না। নিজের পরিবারের কথা চিন্তা করেই সতর্ক থাকতে হবে।
এদিকে সকাল এগারোটায় রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত-নিউ মার্কেট এলাকায় নেই মানুষের কোলাহল। মার্কেটগুলো বন্ধ থাকায় মানুষজনের আনাগোনা আগের তুলনায় কম। নেই গাড়ির জট। অলস সময় পার করছেন নিউ মার্কেট ট্রাফিক জোনের কনস্টেবল মো. খোরশেদ আলম। তিনি বলেন, গাড়ি না থাকলেও রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে আমাদের থাকতে হয়।
নিউ মার্কেট ট্রাফিক জোনের সার্জেন্ট মাহবুব আলম বলেন, মার্কেট বন্ধ থাকায় নিউমার্কেট এলাকায় তেমন লোকজন নেই। তবে, ঢাকা সিটি কলেজের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
একটু এগিয়ে যেতেই ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে দেখা যায় সেখানে পুলিশ চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছেন সচিবালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। অকারণে ঘোরাফেরা করায় দুটি ব্যক্তিগত গাড়ি এবং পাঁচটি মোটরসাইকেল যাত্রীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।
সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মঙ্গলবার দুপুর বারোটায় শাহবাগে পঞ্চাশ গজের মধ্যে ত্রিমুখী চেকপোস্ট বসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সেনাবাহিনী ও পুলিশ।
ধানমন্ডির ন্যাশনাল ব্যাংক থেকে কাজ শেষ করে বন্ধুকে নিয়ে রিকশায় কাকরাইল যাচ্ছিলেন ব্যবসায়ী খায়রুল হুদা। শাহবাগে র্যাবের চেকপোস্ট আটকানো হয় তাঁকে। রিকশায় একে তো ছিলেন দুজন আবার বাইরে বের হওয়ার কারণও যৌক্তিক মনে হয়নি র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর। খায়রুল হুদাকে গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
স্টাফের ফোনে অফিসে চুরির খবর পেয়ে আরেক সহকর্মীর সঙ্গে ফকিরাপুল যাচ্ছিলেন জাহিদ হাসান। তাঁকেও গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, তাঁদেরই মূলত জরিমানা করা হচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর হবেন উল্লেখ করে তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত একশ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচজনকে দুই হাজার আট শ টাকা জরিমানা করা হয়েছে।
রাস্তার আরেক পাশেই দেখা গেল শাহবাগ পুলিশের চেকপোস্ট। এম এ হানিফ নামের এক মোটরসাইকেল যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হানিফের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি হাসপাতালের নষ্ট মেশিনারিজ মেরামতের কাজ করেন। ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে সে কারণেই যাচ্ছিলেন। কিন্তু রমনার এডিসি হারুনুর রশিদের কাছে যৌক্তিক কারণ মনে না হওয়ায় তাঁকে আটকানো হয়েছে।
এডিসি হারুনুর রশিদ বলেন, সরকারের বিধিনিষেধ সবাইকে মানতে হবে। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ না থাকায় এর আগেও বেশ কয়জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। যারা অকারণে বের হচ্ছেন তাদেরই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
শাহবাগে রাস্তার আরেক প্রান্তে মেজর হাসান চৌধুরীর নেতৃত্বে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। একের পর এক গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।
সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে হাসান চৌধুরী বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। সবাইকে বিধিনিষেধ মেনে চলতে হবে। অকারণে বের হওয়া যাবে না। নিজের পরিবারের কথা চিন্তা করেই সতর্ক থাকতে হবে।
এদিকে সকাল এগারোটায় রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত-নিউ মার্কেট এলাকায় নেই মানুষের কোলাহল। মার্কেটগুলো বন্ধ থাকায় মানুষজনের আনাগোনা আগের তুলনায় কম। নেই গাড়ির জট। অলস সময় পার করছেন নিউ মার্কেট ট্রাফিক জোনের কনস্টেবল মো. খোরশেদ আলম। তিনি বলেন, গাড়ি না থাকলেও রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে আমাদের থাকতে হয়।
নিউ মার্কেট ট্রাফিক জোনের সার্জেন্ট মাহবুব আলম বলেন, মার্কেট বন্ধ থাকায় নিউমার্কেট এলাকায় তেমন লোকজন নেই। তবে, ঢাকা সিটি কলেজের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
একটু এগিয়ে যেতেই ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে দেখা যায় সেখানে পুলিশ চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছেন সচিবালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। অকারণে ঘোরাফেরা করায় দুটি ব্যক্তিগত গাড়ি এবং পাঁচটি মোটরসাইকেল যাত্রীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।
শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগেভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভাঙন দেখা দিয়েছে নদীতীরে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে। পানিতে তলিয়ে আছে খেতের ফসল। কোমরপানি বসতঘরেও। মাচা পেতে চলছে রান্নার কাজ...
৪ ঘণ্টা আগে