Ajker Patrika

মদকে মাদকদ্রব্য আইনে অন্তর্ভুক্ত করা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মদকে মাদকদ্রব্য আইনে অন্তর্ভুক্ত করা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

মদকে (অ্যালকোহলযুক্ত পানীয়) মাদকদ্রব্য আইনের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থ সচিব ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি পর আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক এ রিট করেন। 

রিটকারীর পক্ষের আইনজীবী আহসানুল করীম বলেন, ‘অ্যালকোহল আমদানি-রপ্তানিযোগ্য পণ্য। সমস্যা হলো, পানযোগ্য অ্যালকোহল এবং নিষিদ্ধ মাদককে একই সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে। এটার জন্য অ্যালকোহল যারা বিক্রি করে, আমদানি করে বা রপ্তানি করে তাদের জন্য সমস্যা হয়। তার কারণ এগুলোও তখন মাদকদ্রব্য হিসেবে চিহ্নিত হয়। এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত