ঠাকুরগাঁও প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধে ভারত-মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তবে নৈতিক দল হিসেবেই শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে রাস্তা অবরোধ করে ভাঙচুর করলেই মামলা হবে। সহিংসতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী বসে থাকবে না। কোনো ছাড়ও দেবে না।’
সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস আটকের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে আটক করা হয়েছে এবং জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তাঁর কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।’
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।’
থানা উদ্বোধনের অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
এর আগে মন্ত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে অবস্থিত লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির দ্বার উন্মোচন করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীর নদীর অববাহিকায় গড়ে উঠেছে ভুল্লী থানা। নতুন এই থানা নিয়ে এ জেলায় প্রশাসনিক থানার সংখ্যা দাঁড়াল সাতে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধে ভারত-মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তবে নৈতিক দল হিসেবেই শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে রাস্তা অবরোধ করে ভাঙচুর করলেই মামলা হবে। সহিংসতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী বসে থাকবে না। কোনো ছাড়ও দেবে না।’
সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস আটকের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে আটক করা হয়েছে এবং জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তাঁর কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।’
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।’
থানা উদ্বোধনের অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
এর আগে মন্ত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে অবস্থিত লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির দ্বার উন্মোচন করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীর নদীর অববাহিকায় গড়ে উঠেছে ভুল্লী থানা। নতুন এই থানা নিয়ে এ জেলায় প্রশাসনিক থানার সংখ্যা দাঁড়াল সাতে।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৪ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
১০ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
১০ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
১০ ঘণ্টা আগে