নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ফ্রি স্টাইলে ঋণখেলাপি হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। তিনি বলেছেন, ‘অনেকে নয়ছয় করে, ঘুষ–দুর্নীতি করে টাকা আয় করছে। সে টাকা তারা বিদেশে পাচার করছে।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর ধন্যবাদ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদের ২১ তম অধিবেশনের প্রথম দিন ৫ জানুয়ারি ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামালের সমালোচনা করে রুস্তম আলী ফরাজী বলেন, ‘শেয়ারবাজার, অর্থনৈতিক অবস্থা, রিজার্ভ, রেমিট্যান্স কিছু নিয়েই অর্থমন্ত্রী কথা বলেন না। তিনি অত্যন্ত সজ্জন, বিনয়ী, অভিজ্ঞ, বিদ্বান ব্যক্তি। তাঁকে সম্মান না করে পারা যায় না।’
ফরাজী বলেন, ‘তিনি একেবারে নীরব হয়ে গেলেন। তিনি কেন নীরব? তাঁকে জবাব দিতে হবে, বিতর্কে অংশ নিতে হবে, জাতিকে আশ্বস্ত করতে হবে, জাতিকে বোঝাতে হবে কারা অপপ্রচার চালায়। কারা বলে ব্যাংক শূন্য, রিজার্ভ শূন্য, দুর্ভিক্ষ হবে। যারা দেশের শত্রু তারা বলে। এসবের জবাব দেবে কে? অর্থমন্ত্রী। আশা করি, তিনি ব্যাখ্যা দেবেন।’
পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবি জানিয়ে জাপার এ এমপি বলেন, ‘এটা অর্থমন্ত্রীর দায়িত্ব। যারা চুরিচামারি করে নয়ছয় করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের ছবি পত্রিকায় ছাপিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
রুস্তম আলী ফরাজী বলেন, ‘বারবার মন্ত্রী হতে চায়। কারণ এখানে টাকার খনি আছে। টাকার জন্য মন্ত্রী হতে চায়। বারবার মন্ত্রী হওয়ার দরকার নেই।’
অর্থমন্ত্রীর সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন রুস্তম আলী ফরাজী। তিনি বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকটাই ভালো আছে। এ জন্য অনেক ভালো কাজ করতে হয়েছে। সেগুলো করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ করায় দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মানুষের প্রধানমন্ত্রীর জন্য সারা জীবন দোয়া করতে হবে।’
বঙ্গবন্ধুর আমলের মতো সাধারণ মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান ওয়ার্কার্স পার্টি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান। সবার জন্য না হলেও গার্মেন্টস শ্রমিকদের জন্য এই ব্যবস্থা করার দাবি জানান তিনি।
লুৎফুন্নেসা খান বলেন, ‘এ বছর নির্ধারিত সময়ে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। বইয়ে অসংখ্য বানান ভুল, কাগজ নিম্নমানের, বইয়ে সাম্প্রদায়িক বিষয় আছে। এগুলো এই সুন্দর উদ্যোগকে ম্লান করেছে।’
দেশে ফ্রি স্টাইলে ঋণখেলাপি হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। তিনি বলেছেন, ‘অনেকে নয়ছয় করে, ঘুষ–দুর্নীতি করে টাকা আয় করছে। সে টাকা তারা বিদেশে পাচার করছে।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর ধন্যবাদ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদের ২১ তম অধিবেশনের প্রথম দিন ৫ জানুয়ারি ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামালের সমালোচনা করে রুস্তম আলী ফরাজী বলেন, ‘শেয়ারবাজার, অর্থনৈতিক অবস্থা, রিজার্ভ, রেমিট্যান্স কিছু নিয়েই অর্থমন্ত্রী কথা বলেন না। তিনি অত্যন্ত সজ্জন, বিনয়ী, অভিজ্ঞ, বিদ্বান ব্যক্তি। তাঁকে সম্মান না করে পারা যায় না।’
ফরাজী বলেন, ‘তিনি একেবারে নীরব হয়ে গেলেন। তিনি কেন নীরব? তাঁকে জবাব দিতে হবে, বিতর্কে অংশ নিতে হবে, জাতিকে আশ্বস্ত করতে হবে, জাতিকে বোঝাতে হবে কারা অপপ্রচার চালায়। কারা বলে ব্যাংক শূন্য, রিজার্ভ শূন্য, দুর্ভিক্ষ হবে। যারা দেশের শত্রু তারা বলে। এসবের জবাব দেবে কে? অর্থমন্ত্রী। আশা করি, তিনি ব্যাখ্যা দেবেন।’
পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবি জানিয়ে জাপার এ এমপি বলেন, ‘এটা অর্থমন্ত্রীর দায়িত্ব। যারা চুরিচামারি করে নয়ছয় করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের ছবি পত্রিকায় ছাপিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
রুস্তম আলী ফরাজী বলেন, ‘বারবার মন্ত্রী হতে চায়। কারণ এখানে টাকার খনি আছে। টাকার জন্য মন্ত্রী হতে চায়। বারবার মন্ত্রী হওয়ার দরকার নেই।’
অর্থমন্ত্রীর সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন রুস্তম আলী ফরাজী। তিনি বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকটাই ভালো আছে। এ জন্য অনেক ভালো কাজ করতে হয়েছে। সেগুলো করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ করায় দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মানুষের প্রধানমন্ত্রীর জন্য সারা জীবন দোয়া করতে হবে।’
বঙ্গবন্ধুর আমলের মতো সাধারণ মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান ওয়ার্কার্স পার্টি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান। সবার জন্য না হলেও গার্মেন্টস শ্রমিকদের জন্য এই ব্যবস্থা করার দাবি জানান তিনি।
লুৎফুন্নেসা খান বলেন, ‘এ বছর নির্ধারিত সময়ে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। বইয়ে অসংখ্য বানান ভুল, কাগজ নিম্নমানের, বইয়ে সাম্প্রদায়িক বিষয় আছে। এগুলো এই সুন্দর উদ্যোগকে ম্লান করেছে।’
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
৩১ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
৩ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে