Ajker Patrika

অর্থমন্ত্রী নীরব কেন, সংসদে এমপি ফরাজীর প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থমন্ত্রী নীরব কেন, সংসদে এমপি ফরাজীর প্রশ্ন

দেশে ফ্রি স্টাইলে ঋণখেলাপি হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। তিনি বলেছেন, ‘অনেকে নয়ছয় করে, ঘুষ–দুর্নীতি করে টাকা আয় করছে। সে টাকা তারা বিদেশে পাচার করছে।’ 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর ধন্যবাদ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদের ২১ তম অধিবেশনের প্রথম দিন ৫ জানুয়ারি ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামালের সমালোচনা করে রুস্তম আলী ফরাজী বলেন, ‘শেয়ারবাজার, অর্থনৈতিক অবস্থা, রিজার্ভ, রেমিট্যান্স কিছু নিয়েই অর্থমন্ত্রী কথা বলেন না। তিনি অত্যন্ত সজ্জন, বিনয়ী, অভিজ্ঞ, বিদ্বান ব্যক্তি। তাঁকে সম্মান না করে পারা যায় না।’ 

ফরাজী বলেন, ‘তিনি একেবারে নীরব হয়ে গেলেন। তিনি কেন নীরব? তাঁকে জবাব দিতে হবে, বিতর্কে অংশ নিতে হবে, জাতিকে আশ্বস্ত করতে হবে, জাতিকে বোঝাতে হবে কারা অপপ্রচার চালায়। কারা বলে ব্যাংক শূন্য, রিজার্ভ শূন্য, দুর্ভিক্ষ হবে। যারা দেশের শত্রু তারা বলে। এসবের জবাব দেবে কে? অর্থমন্ত্রী। আশা করি, তিনি ব্যাখ্যা দেবেন।’ 

পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবি জানিয়ে জাপার এ এমপি বলেন, ‘এটা অর্থমন্ত্রীর দায়িত্ব। যারা চুরিচামারি করে নয়ছয় করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের ছবি পত্রিকায় ছাপিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

রুস্তম আলী ফরাজী বলেন, ‘বারবার মন্ত্রী হতে চায়। কারণ এখানে টাকার খনি আছে। টাকার জন্য মন্ত্রী হতে চায়। বারবার মন্ত্রী হওয়ার দরকার নেই।’ 

অর্থমন্ত্রীর সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন রুস্তম আলী ফরাজী। তিনি বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকটাই ভালো আছে। এ জন্য অনেক ভালো কাজ করতে হয়েছে। সেগুলো করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ করায় দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মানুষের প্রধানমন্ত্রীর জন্য সারা জীবন দোয়া করতে হবে।’ 

বঙ্গবন্ধুর আমলের মতো সাধারণ মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান ওয়ার্কার্স পার্টি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান। সবার জন্য না হলেও গার্মেন্টস শ্রমিকদের জন্য এই ব্যবস্থা করার দাবি জানান তিনি। 

লুৎফুন্নেসা খান বলেন, ‘এ বছর নির্ধারিত সময়ে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। বইয়ে অসংখ্য বানান ভুল, কাগজ নিম্নমানের, বইয়ে সাম্প্রদায়িক বিষয় আছে। এগুলো এই সুন্দর উদ্যোগকে ম্লান করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত