Ajker Patrika

কমনওয়েলথের প্রাক্‌-নির্বাচন পর্যালোচনা দল ঢাকায় আসছে শনিবার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৯: ৫৯
কমনওয়েলথের প্রাক্‌-নির্বাচন পর্যালোচনা দল ঢাকায় আসছে শনিবার

কমনওয়েলথের প্রাক্‌-নির্বাচন পর্যালোচনা দল আগামী শনিবার ঢাকায় আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন। 

আজ বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দলটি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি দল আসবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইইউ বিশেষজ্ঞ দলটি কিছুদিনের মধ্যেই আসবে। আর কমনওয়েলথের প্রাক্‌-নির্বাচন পর্যালোচনা দল আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। 

সেহেলী বলেন, আগামী ৭ জানুয়ারি হতে যাওয়া এ ভোট পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে আরও কয়েকটি পর্যবেক্ষক দল নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। 

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, জাতীয় নির্বাচনে সহযোগিতা প্রদানের জন্য কোনো দেশ বা সংস্থাকে অনুরোধ জানানো হয়নি। 

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ সংলাপে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আলোচনা হয়েছে বলে ভারতের পররাষ্ট্রসচিব জানিয়েছেন। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করেন কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংলাপে আলোচনার বিষয়বস্তু হিসেবে কী আসবে না আসবে, তা দেশ দুটি নিজস্ব ব্যাপার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত