Ajker Patrika

আন্তরিকভাবে দুঃখিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে; স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তরিকভাবে দুঃখিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে; স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইলে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মির্জাপুর ইউনাইটেড কলেজের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার বিকেলে ঈদুল আজহা উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ‘আকস্মিক কিছু ঘটনা ঘটে যায়। নড়াইলের ঘটনায় আমরা সত্যিই দুঃখিত। উত্তেজিত জনতা শিক্ষককে জুতার মালা পড়িয়ে দিয়েছে। আমাদের ডিসি ও এসপি তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছিল, তখন কিছু লোক উত্তেজনা সৃষ্টি করেছিলে বলে শুনেছি। এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া কি ঘটেছে আরও একটু ভালো করে জেনে আপনাদের জানাব। ঘটনার সময়ে মানুষের উত্তেজনার মুখে ডিসি এসপির কিছু করার ছিল না। আসলেই এটা একটি দুঃখজনক ঘটনা। হঠাৎ করেই আমরা ফেসবুক নামক যন্ত্রে নিজের কথা কিংবা অন্যের কথা প্রচার করে থাকি। আমরা সেখানে বলব অন্যের কথা না বুঝে নিজে ছড়াবেন না।’

এ দিকে সাভারে শিক্ষক হত্যার ঘটনায় মর্মাহত স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের শিক্ষকেরা আমাদের শিক্ষা দেন। তাদের কে যদি সেই স্কুলেরই ছাত্র পিটিয়ে হত্যা করেন, কতখানি নৈতিক অবক্ষয় ঘটেছে সেটা আমরা নিজেরাই অনুমান করছি। আমাদের যেটা করণীয় সেটা করেছি। তার বাবাকে ধরেছি, তাকেও খুব শিগগিরই ধরা হবে। তাকেও আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত