কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রাশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে চায়। সব ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো ছাড়াও সম্পর্ক গভীরতর করার পদ্ধতি কী হবে, তা নিয়ে দুই দেশ কাজ করবে। ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে লাভরভ এই মন্তব্য করেন।
রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে, তখন লাভরভের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
দুই মন্ত্রীর আলোচনায় রাশিয়ার প্রযুক্তি ও অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হালচাল, দেশটি থেকে এলএনজি আমদানিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং রোহিঙ্গা-সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় স্থান পেয়েছে।
লাভরভ ব্রিফিংয়ে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে। নির্ধারিত সময়ে শেষ হবে। এই কেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান আগামী অক্টোবরে বাংলাদেশে পৌঁছাবে।
দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ভারতের পর বাংলাদেশকে রাশিয়ার সবচেয়ে বড় অংশীদার হিসেবে উল্লেখ করে লাভরভ বলেন, ২০২২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৩০০ কোটি ডলারের। কী করে বাণিজ্য বাড়ানো যায়, তা নিয়ে দুই দেশের মধ্যকার আন্তসরকার কমিশন খতিয়ে দেখবে।
রাশিয়ার প্রতিষ্ঠান গাজপ্রম বাংলাদেশে গ্যাসের ২০টি কূপ খনন করেছে উল্লেখ করে লাভরভ বলেন, খননকাজ চলতে থাকবে।
মার্কিন নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের সঙ্গে সরবরাহব্যবস্থা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করেন রুশ মন্ত্রী।
লাভরভ বলেন, দুই দেশ নিজেদের মুদ্রায় কী করে লেনদেন শুরু করতে পারে, সে বিষয়ে আলোচনা চলছে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বৈঠকে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরানোর ক্ষেত্রে রাশিয়াকে ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হয়েছে। এর বাইরে রাশিয়াকে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে বলা হয়েছে। দেশটি থেকে এলএনজি, গম ও সার আমদানি এবং বাংলাদেশ থেকে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা চাওয়া হয়েছে।
ভারতের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের বিষয়ও আলোচনায় স্থান পায় বলে এই কূটনীতিক জানান।
রোহিঙ্গা বিষয়ে লাভরভ বলেন, তাদের ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে, তার প্রতি রাশিয়ার সমর্থন আছে। বাইরের অন্য শক্তিগুলো বড়জোর ফেরার অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে, যেমনটি রাশিয়া করছে।
মিয়ানমারের নাম উল্লেখ না করে লাভরভ বলেন, কিছু বিদেশি শক্তি একটি দেশের ওপর রোহিঙ্গা বিষয়ে যে চাপ সৃষ্টি করে চলেছে, তা গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ সরকার অনুরোধ করায় এখানকার শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো হবে বলে তিনি জানান।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় কোনো স্মারক অথবা চুক্তি সই হয়নি।
কমবেশি ১৬ ঘণ্টার সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে জাকার্তা থেকে ঢাকায় পৌঁছান। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর।
লাভরভ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
রাশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে চায়। সব ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো ছাড়াও সম্পর্ক গভীরতর করার পদ্ধতি কী হবে, তা নিয়ে দুই দেশ কাজ করবে। ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে লাভরভ এই মন্তব্য করেন।
রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে, তখন লাভরভের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
দুই মন্ত্রীর আলোচনায় রাশিয়ার প্রযুক্তি ও অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হালচাল, দেশটি থেকে এলএনজি আমদানিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং রোহিঙ্গা-সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় স্থান পেয়েছে।
লাভরভ ব্রিফিংয়ে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে। নির্ধারিত সময়ে শেষ হবে। এই কেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান আগামী অক্টোবরে বাংলাদেশে পৌঁছাবে।
দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ভারতের পর বাংলাদেশকে রাশিয়ার সবচেয়ে বড় অংশীদার হিসেবে উল্লেখ করে লাভরভ বলেন, ২০২২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৩০০ কোটি ডলারের। কী করে বাণিজ্য বাড়ানো যায়, তা নিয়ে দুই দেশের মধ্যকার আন্তসরকার কমিশন খতিয়ে দেখবে।
রাশিয়ার প্রতিষ্ঠান গাজপ্রম বাংলাদেশে গ্যাসের ২০টি কূপ খনন করেছে উল্লেখ করে লাভরভ বলেন, খননকাজ চলতে থাকবে।
মার্কিন নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের সঙ্গে সরবরাহব্যবস্থা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করেন রুশ মন্ত্রী।
লাভরভ বলেন, দুই দেশ নিজেদের মুদ্রায় কী করে লেনদেন শুরু করতে পারে, সে বিষয়ে আলোচনা চলছে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বৈঠকে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরানোর ক্ষেত্রে রাশিয়াকে ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হয়েছে। এর বাইরে রাশিয়াকে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে বলা হয়েছে। দেশটি থেকে এলএনজি, গম ও সার আমদানি এবং বাংলাদেশ থেকে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা চাওয়া হয়েছে।
ভারতের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের বিষয়ও আলোচনায় স্থান পায় বলে এই কূটনীতিক জানান।
রোহিঙ্গা বিষয়ে লাভরভ বলেন, তাদের ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে, তার প্রতি রাশিয়ার সমর্থন আছে। বাইরের অন্য শক্তিগুলো বড়জোর ফেরার অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে, যেমনটি রাশিয়া করছে।
মিয়ানমারের নাম উল্লেখ না করে লাভরভ বলেন, কিছু বিদেশি শক্তি একটি দেশের ওপর রোহিঙ্গা বিষয়ে যে চাপ সৃষ্টি করে চলেছে, তা গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ সরকার অনুরোধ করায় এখানকার শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো হবে বলে তিনি জানান।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় কোনো স্মারক অথবা চুক্তি সই হয়নি।
কমবেশি ১৬ ঘণ্টার সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে জাকার্তা থেকে ঢাকায় পৌঁছান। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর।
লাভরভ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার কমিটির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের তদন্ত কার্যক্রম শুরু করেন।
৩ মিনিট আগেনরসিংদীর হাড়িদোয়া নদীর দখলদার ও দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, নরসিংদীর জেলা প্রশাসক এবং নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এ তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকার জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নানা মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, যার বিচার আন্তর
৩ ঘণ্টা আগেপুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয় বোঝাতে চেয়েছে, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়—সেগুলো আমরা এড়িয়ে যাব। আমরা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। তবে আমরা এটা
৪ ঘণ্টা আগে