সুন্দরে সাবধান
ঘুম ভেঙে যদি দেখেন জানালার গ্রিলে রুবি নেকলেস কিংবা লতানো গাছ ঝুলছে, আর তাকে চোখ রাঙিয়ে ঘরে ঢুকছে সূর্যের আলো, তাহলে সকালটা অন্য রকম ভালো লাগায় ভরে উঠবে। জানালা, ঘর অথবা বারান্দা-সব জায়গায় সবুজের সমারোহ আপনাকে প্রশান্তি দেবে সন্দেহ নেই।