ভ্রামণিকদের বই
পর্যটকেরা শুধু ঘুরেই বেড়ান না; তাঁরা লেখেন, ছবি তোলেন। এখন আবার ভিডিও করেন। সেগুলো বিভিন্নভাবে পাঠক ও দর্শকদের মানসভ্রমণে সহায়তা করে। শুধু মানসভ্রমণ নয়, এর সঙ্গে যুক্ত থাকে ইতিহাস, দর্শন কিংবা বিজ্ঞান। এবার বইমেলায় ভ্রামণিকেরা বেশ কিছু বই লিখেছেন।