Ajker Patrika

দুবাইয়ের নতুন বিলাসবহুল টাওয়ার

ভ্রমণ ডেস্ক
দুবাইয়ের নতুন বিলাসবহুল টাওয়ার

জাঁকজমক আর শানশওকতের শহর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। সুউচ্চ ও বিলাসবহুল বুর্জ খলিফার জন্য এ শহরের আলাদা পরিচিতি রয়েছে। দুবাইয়ের দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ এলাকায় বুর্জ খলিফার মতো আরও একটি নতুন বিলাসবহুল টাওয়ার নির্মাণ করা হয়েছে। জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি জায়গার এই টাওয়ারের নাম ‌দ্য স্যাফায়ার। এ বছরের প্রথম দিকে চালু হওয়া এই টাওয়ার নির্মাণ করেছে দেশটির আবাসন প্রতিষ্ঠান ডিএএমএসি প্রপার্টিজ। এর একটি ৯ হাজার ৪৩৭ বর্গফুট পেন্টহাউসের দাম প্রায় ১৬৮ কোটি ৫০ লাখ টাকা!

দুবাইয়ের ডাউনটাউনের কাছে জুমেইরাহ এলাকা থেকে হাঁটা দূরত্বে সাফা পার্ক। এর কাছেই সিটি ওয়াক ও বক্স পার্ক। দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি অবস্থিত। নির্মাতাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাওয়ার সাফা সিরিজের অংশ। এ সিরিজের সব টাওয়ারই বিলাসবহুল জীবনযাপনের জন্য নির্মাণ করা হয়েছে। টাওয়ারের লবিতে একটি আলোর বলয় থাকবে, যেখানে পোডিয়াম স্তরের ইনফিনিটি পুলে সাফা পার্ক ও আশপাশের ফোয়ারার দৃশ্য দেখা যাবে। এ ছাড়া ‌দ্য স্যাফায়ার টাওয়ারের বাসিন্দাদের জন্য রয়েছে বিলাসবহুল স্পা রিট্রিট, ক্যানারি গার্ডেন ও ফিটনেস সেন্টার।

ডামাক দ্য স্যাফায়ার দুবাইয়ের আরও একটি গন্তব্যে পরিণত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত