ভ্রমণ ডেস্ক
বাংলাদেশের যে কটি জায়গা রোমাঞ্চপ্রিয়দের কাছে আকর্ষণীয়, এর মধ্যে আন্ধারমানিক অন্যতম। এর ‘ভয়ংকর সৌন্দর্য’ তৈরি করবে স্থায়ী স্মৃতি। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। পাহাড়, ঝিরি, ঝরনা আর প্রকৃতি মিলিয়ে নির্মল রোমাঞ্চের জায়গা এটি।
সম্ভাব্য দর্শনীয় জায়গা পালংখিয়াং ঝরনা, নারিশ্যা ঝিরি মাইকোয়াপাড়া, চাইম্প্রা ঝিরি, বিভিন্ন পাড়া, কুরুকপাতা ট্রেইল, তৈনখাল।
যা সঙ্গে নেওয়া উচিত
জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি, হালকা ব্যাগপ্যাক, বাদাম, কিশমিশ, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার ও পানির বোতল, মশা থেকে বাঁচার ওষুধ, গামছা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম, ব্রাশ, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট (বাধ্যতামূলক), মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক, স্লিপিং ব্যাগ।
যা মনে রাখতে হবে
লম্বা সময় হাঁটার মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে সমস্যা হবে না।
বাংলাদেশের যে কটি জায়গা রোমাঞ্চপ্রিয়দের কাছে আকর্ষণীয়, এর মধ্যে আন্ধারমানিক অন্যতম। এর ‘ভয়ংকর সৌন্দর্য’ তৈরি করবে স্থায়ী স্মৃতি। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। পাহাড়, ঝিরি, ঝরনা আর প্রকৃতি মিলিয়ে নির্মল রোমাঞ্চের জায়গা এটি।
সম্ভাব্য দর্শনীয় জায়গা পালংখিয়াং ঝরনা, নারিশ্যা ঝিরি মাইকোয়াপাড়া, চাইম্প্রা ঝিরি, বিভিন্ন পাড়া, কুরুকপাতা ট্রেইল, তৈনখাল।
যা সঙ্গে নেওয়া উচিত
জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি, হালকা ব্যাগপ্যাক, বাদাম, কিশমিশ, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার ও পানির বোতল, মশা থেকে বাঁচার ওষুধ, গামছা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম, ব্রাশ, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট (বাধ্যতামূলক), মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক, স্লিপিং ব্যাগ।
যা মনে রাখতে হবে
লম্বা সময় হাঁটার মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে সমস্যা হবে না।
চল্লিশ বছর বয়সের পর চোখের নিচে বলিরেখা দেখা, ত্বকের অনুজ্জ্বল ভাব আরও স্পষ্ট হতে শুরু করে। এ সময় যত ব্যস্তই থাকুন না কেন, দিনের একটু সময় নিজের জন্য বরাদ্দ রাখুন, নিজের যত্ন নিন। খাদ্যতালিকায় শরীর ও ত্বকের উপযোগী খাবারকে প্রাধান্য দিন। তবেই ত্বক হাসবে নতুন করে।
৬ ঘণ্টা আগেসারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
১৭ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১ দিন আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১ দিন আগে