ভ্রমণ ডেস্ক
কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এক বছরে ৫০ লাখের বেশি যাত্রী পরিষেবা দিয়েছে। এ অর্জন বিমানবন্দরটির জন্য প্রথম। গত এক দশকের নিরবচ্ছিন্ন যাত্রীসেবার ফলে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এই কৃতিত্ব অর্জন করল। গন্তব্যের সংখ্যা, পরিষেবার বিস্তৃতি এবং যোগাযোগের গুণগত মানের বিচারে এই অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিমানবন্দরটি যাত্রী, কার্গো এবং চার্টার্ড ফ্লাইটসহ গত বছর ২৫৫টি গন্তব্যের জন্য পরিষেবা দিয়েছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে বিমানবন্দরটিতে যাত্রীর সংখ্যা বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ। আর বিমান চলাচল আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ২৪ শতাংশ। এ ছাড়া বিমানবন্দরটি ৬ লাখ ২৬ হাজার ৩৩৮ টন কার্গো পরিচালনা করে।
হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ বছর স্কাইট্র্যাক্স পুরস্কারে বিশ্বের সেরা বিমানবন্দরের মুকুট জিতেছে। এ পুরস্কারের জন্য বিশ্বের ৫৭০টির বেশি বিমানবন্দরের চেক-ইন, কেনাকাটা, নিরাপত্তা, অভিবাসন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় জরিপ করা হয়। এ জরিপে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গত বছরের বিজয়ী সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে হারিয়ে সেরার পুরস্কার পেয়েছে। চাঙ্গি এর আগে ১২ বার শিরোপা জিতে গ্লোবাল র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। এটি এবার এশিয়ার সেরা বিমানবন্দর এবং বিশ্বের সেরা বিমানবন্দর ইমিগ্রেশন পরিষেবার পুরস্কার জিতেছে। ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
সূত্র: দ্য এভিয়েটর ও গালফ বিজনেস
কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এক বছরে ৫০ লাখের বেশি যাত্রী পরিষেবা দিয়েছে। এ অর্জন বিমানবন্দরটির জন্য প্রথম। গত এক দশকের নিরবচ্ছিন্ন যাত্রীসেবার ফলে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এই কৃতিত্ব অর্জন করল। গন্তব্যের সংখ্যা, পরিষেবার বিস্তৃতি এবং যোগাযোগের গুণগত মানের বিচারে এই অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিমানবন্দরটি যাত্রী, কার্গো এবং চার্টার্ড ফ্লাইটসহ গত বছর ২৫৫টি গন্তব্যের জন্য পরিষেবা দিয়েছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে বিমানবন্দরটিতে যাত্রীর সংখ্যা বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ। আর বিমান চলাচল আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ২৪ শতাংশ। এ ছাড়া বিমানবন্দরটি ৬ লাখ ২৬ হাজার ৩৩৮ টন কার্গো পরিচালনা করে।
হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ বছর স্কাইট্র্যাক্স পুরস্কারে বিশ্বের সেরা বিমানবন্দরের মুকুট জিতেছে। এ পুরস্কারের জন্য বিশ্বের ৫৭০টির বেশি বিমানবন্দরের চেক-ইন, কেনাকাটা, নিরাপত্তা, অভিবাসন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় জরিপ করা হয়। এ জরিপে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গত বছরের বিজয়ী সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে হারিয়ে সেরার পুরস্কার পেয়েছে। চাঙ্গি এর আগে ১২ বার শিরোপা জিতে গ্লোবাল র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। এটি এবার এশিয়ার সেরা বিমানবন্দর এবং বিশ্বের সেরা বিমানবন্দর ইমিগ্রেশন পরিষেবার পুরস্কার জিতেছে। ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
সূত্র: দ্য এভিয়েটর ও গালফ বিজনেস
চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
১১ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
১৩ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
১৪ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগপর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
১৫ ঘণ্টা আগে