ন্যাশনাল জিওগ্রাফিক
ফিচার ডেস্ক
‘বছরে অন্তত একবার এমন জায়গায় যান, যেখানে আপনি আগে কখনো যাননি।’
—দালাই লামা।
২০২৫ সালে যাঁরা নতুন গন্তব্যে ভ্রমণের চিন্তা করছেন কিংবা উইশ লিস্ট তৈরি করছেন, তাঁদের কাজটা অনেক সহজ করে দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। সম্প্রতি ২০২৫ সালে বিশ্বের সেরা ২৫ ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে তারা। এতে বিভিন্ন দেশের নতুন জায়গাগুলো প্রাধান্য পেয়েছে।
ভ্রমণে সবাই আনন্দ পেতে চাইলেও ব্যক্তিভেদে গন্তব্যের পছন্দ থাকে ভিন্ন। কেউ ছুটে বেড়াতে চায় অরণ্য থেকে পাহাড়ে, কারও পছন্দ এক জায়গায় বসে সারা দিন পার করে দেওয়া, কেউবা উত্তাল সাগরের উদ্দামতা ছুঁয়ে দেখতে চায়। ভ্রমণে কেউ খুঁজে ফেরে ইতিহাস-ঐতিহ্য, কেউ আবার নতুন সব সংস্কৃতির সঙ্গে স্থানীয় খাবারের স্বাদ নিতে চায়। প্রায় সব ধরনের ভ্রমণপ্রেমীর কথা বিবেচনায় রেখে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল জিওগ্রাফিকের প্রধান সম্পাদক নাথান লুম্প।
নাথান লুম্প বলেন, ‘আমি বিশ্বাস করি, ন্যাশনাল জিওগ্রাফিক যে তালিকা প্রকাশ করেছে, সেটি আপনাদের ভ্রমণে অনেক ধরনের অভিজ্ঞতা দেবে। সব ধরনের মানুষের কথা বিবেচনায় রেখে এই তালিকা করা হয়েছে।’
তালিকায় জায়গা পেয়েছে মালয়েশিয়ার বিলাসবহুল ট্রেন সার্ভিস ‘ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস’। শহর আর বনাঞ্চলের মধ্য দিয়ে ছুটে চলা এই ট্রেন ভ্রমণে আশপাশের দারুণ দৃশ্য উপভোগ করা যাবে। আর যাঁরা রোমাঞ্চকর ভ্রমণ পছন্দ করেন, তাঁরা বেরিয়ে পড়তে পারেন উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালার অ্যান্টিগুয়া আইল্যান্ডের আগ্নেয়গিরি দেখতে।
অন্যদিকে পাহাড় ও সমুদ্রের মিশেল উপভোগ করতে যেতে পারেন ইন্দোনেশিয়ার রাজা আমপাট দ্বীপপুঞ্জে। এই তালিকায় আরও রয়েছে মেক্সিকোর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত শহর গুয়াদালাহারা। পুরো তালিকায় যুক্তরাষ্ট্রের তিনটিসহ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বেশ কয়েকটি দর্শনীয় জায়গার নাম রয়েছে।
পুরো তালিকা
অ্যান্টিগুয়া (গুয়াতেমালা), ওকালা জাতীয় বন (ফ্লোরিডা), ব্যাংকক (থাইল্যান্ড), রাজা আমপাট (ইন্দোনেশিয়া), গুয়াদালাজারা (মেক্সিকো), সেনোবিটিক মঠ (ইতালি), লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র), গ্রিনল্যান্ড, কানাজাওয়া (জাপান), ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস (মালয়েশিয়া), ব্রাসভ (রোমানিয়া), সেররাডো (ব্রাজিল), নর্থ ল্যান্ড (নিউজিল্যান্ড), সেনেগাল, হাইদা গোয়াই (ব্রিটিশ কলাম্বিয়া), বার্বাডোজ, সুরু উপত্যকা (ভারত), বয়েস (ইডাহো), আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত), মারে নদী (অস্ট্রেলিয়া), কোয়াজুলু-নাটাল (দক্ষিণ আফ্রিকা), স্টকহোম দ্বীপপুঞ্জ (সুইডেন), কর্ক (আয়ারল্যান্ড), আউটার হেব্রাইডস (স্কটল্যান্ড), তিউনিসিয়া, সারাজেভো (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা)।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক
‘বছরে অন্তত একবার এমন জায়গায় যান, যেখানে আপনি আগে কখনো যাননি।’
—দালাই লামা।
২০২৫ সালে যাঁরা নতুন গন্তব্যে ভ্রমণের চিন্তা করছেন কিংবা উইশ লিস্ট তৈরি করছেন, তাঁদের কাজটা অনেক সহজ করে দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। সম্প্রতি ২০২৫ সালে বিশ্বের সেরা ২৫ ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে তারা। এতে বিভিন্ন দেশের নতুন জায়গাগুলো প্রাধান্য পেয়েছে।
ভ্রমণে সবাই আনন্দ পেতে চাইলেও ব্যক্তিভেদে গন্তব্যের পছন্দ থাকে ভিন্ন। কেউ ছুটে বেড়াতে চায় অরণ্য থেকে পাহাড়ে, কারও পছন্দ এক জায়গায় বসে সারা দিন পার করে দেওয়া, কেউবা উত্তাল সাগরের উদ্দামতা ছুঁয়ে দেখতে চায়। ভ্রমণে কেউ খুঁজে ফেরে ইতিহাস-ঐতিহ্য, কেউ আবার নতুন সব সংস্কৃতির সঙ্গে স্থানীয় খাবারের স্বাদ নিতে চায়। প্রায় সব ধরনের ভ্রমণপ্রেমীর কথা বিবেচনায় রেখে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল জিওগ্রাফিকের প্রধান সম্পাদক নাথান লুম্প।
নাথান লুম্প বলেন, ‘আমি বিশ্বাস করি, ন্যাশনাল জিওগ্রাফিক যে তালিকা প্রকাশ করেছে, সেটি আপনাদের ভ্রমণে অনেক ধরনের অভিজ্ঞতা দেবে। সব ধরনের মানুষের কথা বিবেচনায় রেখে এই তালিকা করা হয়েছে।’
তালিকায় জায়গা পেয়েছে মালয়েশিয়ার বিলাসবহুল ট্রেন সার্ভিস ‘ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস’। শহর আর বনাঞ্চলের মধ্য দিয়ে ছুটে চলা এই ট্রেন ভ্রমণে আশপাশের দারুণ দৃশ্য উপভোগ করা যাবে। আর যাঁরা রোমাঞ্চকর ভ্রমণ পছন্দ করেন, তাঁরা বেরিয়ে পড়তে পারেন উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালার অ্যান্টিগুয়া আইল্যান্ডের আগ্নেয়গিরি দেখতে।
অন্যদিকে পাহাড় ও সমুদ্রের মিশেল উপভোগ করতে যেতে পারেন ইন্দোনেশিয়ার রাজা আমপাট দ্বীপপুঞ্জে। এই তালিকায় আরও রয়েছে মেক্সিকোর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত শহর গুয়াদালাহারা। পুরো তালিকায় যুক্তরাষ্ট্রের তিনটিসহ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বেশ কয়েকটি দর্শনীয় জায়গার নাম রয়েছে।
পুরো তালিকা
অ্যান্টিগুয়া (গুয়াতেমালা), ওকালা জাতীয় বন (ফ্লোরিডা), ব্যাংকক (থাইল্যান্ড), রাজা আমপাট (ইন্দোনেশিয়া), গুয়াদালাজারা (মেক্সিকো), সেনোবিটিক মঠ (ইতালি), লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র), গ্রিনল্যান্ড, কানাজাওয়া (জাপান), ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস (মালয়েশিয়া), ব্রাসভ (রোমানিয়া), সেররাডো (ব্রাজিল), নর্থ ল্যান্ড (নিউজিল্যান্ড), সেনেগাল, হাইদা গোয়াই (ব্রিটিশ কলাম্বিয়া), বার্বাডোজ, সুরু উপত্যকা (ভারত), বয়েস (ইডাহো), আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত), মারে নদী (অস্ট্রেলিয়া), কোয়াজুলু-নাটাল (দক্ষিণ আফ্রিকা), স্টকহোম দ্বীপপুঞ্জ (সুইডেন), কর্ক (আয়ারল্যান্ড), আউটার হেব্রাইডস (স্কটল্যান্ড), তিউনিসিয়া, সারাজেভো (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা)।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক
সিলেট মানেই যেন নিসর্গের হাতছানি! কোথাও টিলার গায়ে চা-গাছের সবুজ চাদর, কোথাও পাথরের মাঝে পানির শীতল পরশ, কোথাওবা জল-বৃক্ষের মিতালি। বাংলাদেশের উত্তর-পূর্বের এই জনপদে নানা রূপে, নানা রঙে ধরা দিয়েছে প্রকৃতি। এমনই এক রূপের ডালি বিছানো রয়েছে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে।
১৮ ঘণ্টা আগেসৌদি আরবের রুক্ষ মরুভূমি আর বিশাল পাথরের স্তূপের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত সব গুহা। কোটি কোটি বছর ধরে তৈরি হওয়া এই গুহাগুলো শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এগুলো বৈজ্ঞানিক এবং পর্যটনের জন্যও অমূল্য সম্পদ। সৌদি আরব এরই মধ্যে পর্যটকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন শহর ও স্থানকে নতুন...
১৯ ঘণ্টা আগেবিভিন্ন পাহাড়ে ঘুরে দিনের পর দিন কাটিয়ে দেন অনেকে। গহিন পাহাড়ে আধুনিক ব্যবস্থাপনা থাকে না বলে সমস্যায় পড়তে হয় তাঁদের। যদিও এর উপায় হিসেবে তাঁবু টানিয়ে রাত কাটানো বেশ পরিচিত। তবে এই পাহাড়প্রেমীদের জন্য একটু ভিন্ন ধরনের ভাবনার বিষয়টি ভেবেছিল যুক্তরাজ্যের মাউন্টেন বোথি অ্যাসোসিয়েশন।
২০ ঘণ্টা আগেজনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্কদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন পৃথিবীর অনেক দেশ। ইউরোপের কিছু দেশ বিশেষভাবে এই সমস্যার সম্মুখীন। সেখানে গ্রামীণ এলাকা ও ছোট শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যাচ্ছে। এ ধরনের অঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং নতুন নাগরিক আকৃষ্ট করতে বিভিন্ন দেশ আর্থিক প্রণোদনা দিচ্ছে।
২০ ঘণ্টা আগে