হজ কিংবা ওমরা করতে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন? কিংবা সেখানকার ঐতিহাসিক কিংবা প্রাকৃতিক দ্রষ্টব্য স্থানগুলো দেখতে সৌদি ভ্রমণ করতে ইচ্ছুক? সে ক্ষেত্রে স্থানীয় একটি সিম কার্ড কীভাবে পাবেন এটা নিশ্চয় ভাবছেন। কারণ কথা বলতে কিংবা ইন্টারনেট ব্যবহার করতে এটা আপনার লাগবে।
কীভাবে সিম কার্ড পাওয়া যায় সৌদি আরবে
এখানকার টেলিকম কোম্পানিগুলোর কোনো একটির সিম সংগ্রহ করতে পারেন। ভ্রমণকারী ও পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ থাকে তাদের। এটা বিমানবন্দর থেকে যেমন সংগ্রহ করতে পারবেন তেমনি নিতে পারবেন পরে টেলিকম কোম্পানির কোনো দোকান কিংবা কিয়স্ক থেকে।
উদাহরণ হিসেবে হজ কিংবা ওমরাহ করতে সৌদি আরব গিয়েছেন আপনি আর নেমেছেন জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সে ক্ষেত্রে অ্যারাইভাল হলে প্রবেশের সঙ্গে সঙ্গে এসটিসি, জাইন কিংবা মবিলির মতো কোম্পানির কিয়স্ক বা দোকান পাবেন। কিংবা যে হোটেলে উঠেছেন তার কাছের কোনো শপিং মলের দোকান কিংবা আশপাশে সিম কার্ড বিক্রি করে এমন কোনো দোকানও খুঁজে নিতে পারেন। জানিয়েছে আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।
নিচে যেসব সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো দর্শনার্থীদের জন্য বিশেষ সিম কার্ড প্যাকেজ দেয় তাদের সম্পর্কে বলা হলো
১. সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি (এসটিসি)—সাওয়া ভিজিটর লাইন
দ্য সাওয়া ভিজিটর সিম কার্ড নিতে পারবেন আপনি সেখানে ঘুরতে যান, কী ব্যবসায়িক কাজে যান কিংবা হজ বা ওমরা করতে যান। ৩৫ সৌদি রিয়েল বা ১০১১ টাকা থেকে।
তাদের একটি সিম কার্ড পেতে আপনাকে যেতে হবে এসটিসির শাখা, কিয়স্ক কিংবা দেশের অনুমোদিত কোনো মোবাইলের দোকানে। আবার একটি নম্বর সংগ্রহ করতে পারবেন নিচের লিংকে ভিজিট করেও।
তবে সৌদি আরব নামার পর আপনার সিমকার্ডটি সক্রিয় করতে এসটিসির কোনো বিক্রয়কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ দিতে হবে। এসটিসির ওয়েবসাইটে এ তথ্যই দেওয়া আছে।
২. মোবিলিটি–ভিজিটরস প্যাকেজ
সৌদি আরবে আসা পর্যটক এবং হজ ও ওমরা যাত্রীদের জন্য মোবিলিটির ‘ভিজিটরস প্যাকেজ’ আছে। ৩০ সৌদি রিয়েল বা ৮৬৭ টাকা। সিম কার্ড পেতে আপনাকে যেতে হবে মোবিলির যে কোনো শাখা, কিয়স্ক কিংবা দেশটির কোনো অনুমোদিত মোবাইলের দোকানে।
৩. জাইন
দর্শনার্থীদের জন্য জাইনের প্যাকেজ শুরু সাড়ে ৩৪ রিয়েল বা প্রায় ১ হাজার টাকা।
ওপরে যে কোম্পানিগুলোর কথা বলা হয়েছে তারা পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করলেও ভার্জিন, লিবারার মতো কোম্পানিগুলো থেকেও প্রিপেইড সিম কার্ড নিতে পারবেন।
কীভাবে পরিকল্পনা করবেন
বেশির ভাগ কোম্পানির প্যাকেজ শুরু ৩০ থেকে ৩৫ রিয়েলের মধ্যে। তারপরও ওদের বিভিন্ন ধরনের প্যাকেজেরই খোঁজ–খবর নিতে পারেন। কারণ আপনি হয়তো দেখবেন কোনো প্যাকেজের খরচ হয়তো একটু বেশি তবে সেটি মিনিট কিংবা ইন্টারনেট ডাটার দিক থেকে বেশি সুবিধাজনক।
সিম কার্ড পেতে যা যা লাগবে
একটি সিম কার্ড পেতে আপনার লাগবে মূলত পাসপোর্টের কপি ও ভিসা নম্বর। বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য আপনাকে হয়তো আঙুলের ছাপ দেওয়া লাগতে পারে।
হজ কিংবা ওমরা করতে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন? কিংবা সেখানকার ঐতিহাসিক কিংবা প্রাকৃতিক দ্রষ্টব্য স্থানগুলো দেখতে সৌদি ভ্রমণ করতে ইচ্ছুক? সে ক্ষেত্রে স্থানীয় একটি সিম কার্ড কীভাবে পাবেন এটা নিশ্চয় ভাবছেন। কারণ কথা বলতে কিংবা ইন্টারনেট ব্যবহার করতে এটা আপনার লাগবে।
কীভাবে সিম কার্ড পাওয়া যায় সৌদি আরবে
এখানকার টেলিকম কোম্পানিগুলোর কোনো একটির সিম সংগ্রহ করতে পারেন। ভ্রমণকারী ও পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ থাকে তাদের। এটা বিমানবন্দর থেকে যেমন সংগ্রহ করতে পারবেন তেমনি নিতে পারবেন পরে টেলিকম কোম্পানির কোনো দোকান কিংবা কিয়স্ক থেকে।
উদাহরণ হিসেবে হজ কিংবা ওমরাহ করতে সৌদি আরব গিয়েছেন আপনি আর নেমেছেন জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সে ক্ষেত্রে অ্যারাইভাল হলে প্রবেশের সঙ্গে সঙ্গে এসটিসি, জাইন কিংবা মবিলির মতো কোম্পানির কিয়স্ক বা দোকান পাবেন। কিংবা যে হোটেলে উঠেছেন তার কাছের কোনো শপিং মলের দোকান কিংবা আশপাশে সিম কার্ড বিক্রি করে এমন কোনো দোকানও খুঁজে নিতে পারেন। জানিয়েছে আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।
নিচে যেসব সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো দর্শনার্থীদের জন্য বিশেষ সিম কার্ড প্যাকেজ দেয় তাদের সম্পর্কে বলা হলো
১. সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি (এসটিসি)—সাওয়া ভিজিটর লাইন
দ্য সাওয়া ভিজিটর সিম কার্ড নিতে পারবেন আপনি সেখানে ঘুরতে যান, কী ব্যবসায়িক কাজে যান কিংবা হজ বা ওমরা করতে যান। ৩৫ সৌদি রিয়েল বা ১০১১ টাকা থেকে।
তাদের একটি সিম কার্ড পেতে আপনাকে যেতে হবে এসটিসির শাখা, কিয়স্ক কিংবা দেশের অনুমোদিত কোনো মোবাইলের দোকানে। আবার একটি নম্বর সংগ্রহ করতে পারবেন নিচের লিংকে ভিজিট করেও।
তবে সৌদি আরব নামার পর আপনার সিমকার্ডটি সক্রিয় করতে এসটিসির কোনো বিক্রয়কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ দিতে হবে। এসটিসির ওয়েবসাইটে এ তথ্যই দেওয়া আছে।
২. মোবিলিটি–ভিজিটরস প্যাকেজ
সৌদি আরবে আসা পর্যটক এবং হজ ও ওমরা যাত্রীদের জন্য মোবিলিটির ‘ভিজিটরস প্যাকেজ’ আছে। ৩০ সৌদি রিয়েল বা ৮৬৭ টাকা। সিম কার্ড পেতে আপনাকে যেতে হবে মোবিলির যে কোনো শাখা, কিয়স্ক কিংবা দেশটির কোনো অনুমোদিত মোবাইলের দোকানে।
৩. জাইন
দর্শনার্থীদের জন্য জাইনের প্যাকেজ শুরু সাড়ে ৩৪ রিয়েল বা প্রায় ১ হাজার টাকা।
ওপরে যে কোম্পানিগুলোর কথা বলা হয়েছে তারা পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করলেও ভার্জিন, লিবারার মতো কোম্পানিগুলো থেকেও প্রিপেইড সিম কার্ড নিতে পারবেন।
কীভাবে পরিকল্পনা করবেন
বেশির ভাগ কোম্পানির প্যাকেজ শুরু ৩০ থেকে ৩৫ রিয়েলের মধ্যে। তারপরও ওদের বিভিন্ন ধরনের প্যাকেজেরই খোঁজ–খবর নিতে পারেন। কারণ আপনি হয়তো দেখবেন কোনো প্যাকেজের খরচ হয়তো একটু বেশি তবে সেটি মিনিট কিংবা ইন্টারনেট ডাটার দিক থেকে বেশি সুবিধাজনক।
সিম কার্ড পেতে যা যা লাগবে
একটি সিম কার্ড পেতে আপনার লাগবে মূলত পাসপোর্টের কপি ও ভিসা নম্বর। বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য আপনাকে হয়তো আঙুলের ছাপ দেওয়া লাগতে পারে।
আমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে শক্তিশালী করছে কিনা, ঋতুকালীন অসুখ–বিসুখ সারাতে সক্ষম কিনা সেটাও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
১৪ ঘণ্টা আগেনারীরা সৌন্দর্যচর্চায় যতটা সিদ্ধহস্ত, পুরুষেরা ততটা নন। আবার যেসব সচেতন পুরুষ সপ্তাহে মনে করে এক দিন প্যাক ব্যবহার করেন, নিয়মিত স্যালনে গিয়ে ত্বক পরিচর্যা করান, তাঁরা হাসিঠাট্টার পাত্র হয়ে ওঠেন। প্রশ্ন হলো, সৌন্দর্যচর্চা কি কেবল নারীর জন্য? পত্রপত্রিকায় ছাপানো ছবি, সৌন্দর্যবিষয়ক পণ্যের...
২ দিন আগেসাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে...
২ দিন আগেআমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করছে কি না, ঋতুকালীন অসুখ-বিসুখ সারিয়ে তুলতে সক্ষম কি না, সেসবও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন, যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
২ দিন আগে