ফিচার ডেস্ক
জাপান বরাবরই ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয় দেশ। দেশটির মানুষের আন্তরিক ব্যবহার এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা এত শোনা যায় যে ভ্রমণকারীদের স্বপ্নই থাকে জীবনে একবার না একবার সে দেশে যাওয়ার। তবে বেশির ভাগ পর্যটক টোকিও বা ওসাকার মতো জনপ্রিয় জায়গাগুলোয় ভ্রমণ করতে আগ্রহী থাকেন। কিন্তু জাপান সরকার পর্যটকদের পুরো দেশে ভ্রমণের সুযোগ তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এখন জোরেশোরে সেই দিকে এগোচ্ছে দেশটি। সে কারণে দেশটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সেগুলোর একটি হলো, ভ্রমণে আসা নির্দিষ্ট বিদেশি নাগরিকেরা জাপানের অভ্যন্তরীণ বিমানে চলাচলের সুযোগ পাবেন বিনা মূল্যে।
পর্যটকেরা সুযোগটি নিতে পারবেন জাপান এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণ করলে। এ জন্য আন্তর্জাতিক ফ্লাইট বুক করার সময় একই বুকিংয়ের মাধ্যমে পছন্দের একটি অভ্যন্তরীণ গন্তব্য যুক্ত করতে হবে। এরপর যাত্রীরা টোকিও থেকে সোজা উড়ে যেতে পারবেন সাপোরো, কাগোশিমা কিংবা ওকিনাওয়ার নাহার মতো মনোরম জায়গায়—কোনো রকম বাড়তি খরচ ছাড়াই।
জাপানের ৬৪টি অভ্যন্তরীণ গন্তব্যে এই অফারটি প্রযোজ্য। অর্থাৎ, একজন পর্যটক ওসাকা, বেপ্পু, ইয়াকুশিমা কিংবা অন্য কোনো শহরে চাইলে যেতে পারবেন। সেসব জায়গাতেও দেখা মিলবে পর্বত, সৈকত অথবা নীরব কোনো শহরের পুরোনো রামেন দোকান।
ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চীনসহ বেশ কিছু দেশের যাত্রীরা এই অফারের আওতায় পড়েছে। যাত্রীদের লাগেজ বহনের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা—ইকোনমি ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে দুটি এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসে তিনটি লাগেজ ফ্রি বহন করবে জাপান এয়ারলাইনস।
২০২৩ সালে জাপানে রেল পাসের দাম বাড়ার পর অনেক ভ্রমণকারীর কাছে উড়োজাহাজ এখন আরও সাশ্রয়ী ও বিকল্প হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, টোকিও থেকে ওসাকা পর্যন্ত ট্রেনে একমুখী যাত্রায় যেখানে প্রায় ৯৪ মার্কিন ডলার খরচ হয়, একই পথে এখন বিনা মূল্যে পাড়ি দেওয়া যাবে।
এই উদ্যোগের মাধ্যমে জাপান এয়ারলাইনস শুধু পর্যটকদের টোকিওতেই আটকে না রেখে দেশের নানান অঞ্চল ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে চায়। তাই জাপান সফর পরিকল্পনায় এবার শুধু টোকিও নয়, সঙ্গে দেশটির বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।
সূত্র: টাইমস নাও
জাপান বরাবরই ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয় দেশ। দেশটির মানুষের আন্তরিক ব্যবহার এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা এত শোনা যায় যে ভ্রমণকারীদের স্বপ্নই থাকে জীবনে একবার না একবার সে দেশে যাওয়ার। তবে বেশির ভাগ পর্যটক টোকিও বা ওসাকার মতো জনপ্রিয় জায়গাগুলোয় ভ্রমণ করতে আগ্রহী থাকেন। কিন্তু জাপান সরকার পর্যটকদের পুরো দেশে ভ্রমণের সুযোগ তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এখন জোরেশোরে সেই দিকে এগোচ্ছে দেশটি। সে কারণে দেশটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সেগুলোর একটি হলো, ভ্রমণে আসা নির্দিষ্ট বিদেশি নাগরিকেরা জাপানের অভ্যন্তরীণ বিমানে চলাচলের সুযোগ পাবেন বিনা মূল্যে।
পর্যটকেরা সুযোগটি নিতে পারবেন জাপান এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণ করলে। এ জন্য আন্তর্জাতিক ফ্লাইট বুক করার সময় একই বুকিংয়ের মাধ্যমে পছন্দের একটি অভ্যন্তরীণ গন্তব্য যুক্ত করতে হবে। এরপর যাত্রীরা টোকিও থেকে সোজা উড়ে যেতে পারবেন সাপোরো, কাগোশিমা কিংবা ওকিনাওয়ার নাহার মতো মনোরম জায়গায়—কোনো রকম বাড়তি খরচ ছাড়াই।
জাপানের ৬৪টি অভ্যন্তরীণ গন্তব্যে এই অফারটি প্রযোজ্য। অর্থাৎ, একজন পর্যটক ওসাকা, বেপ্পু, ইয়াকুশিমা কিংবা অন্য কোনো শহরে চাইলে যেতে পারবেন। সেসব জায়গাতেও দেখা মিলবে পর্বত, সৈকত অথবা নীরব কোনো শহরের পুরোনো রামেন দোকান।
ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চীনসহ বেশ কিছু দেশের যাত্রীরা এই অফারের আওতায় পড়েছে। যাত্রীদের লাগেজ বহনের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা—ইকোনমি ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে দুটি এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসে তিনটি লাগেজ ফ্রি বহন করবে জাপান এয়ারলাইনস।
২০২৩ সালে জাপানে রেল পাসের দাম বাড়ার পর অনেক ভ্রমণকারীর কাছে উড়োজাহাজ এখন আরও সাশ্রয়ী ও বিকল্প হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, টোকিও থেকে ওসাকা পর্যন্ত ট্রেনে একমুখী যাত্রায় যেখানে প্রায় ৯৪ মার্কিন ডলার খরচ হয়, একই পথে এখন বিনা মূল্যে পাড়ি দেওয়া যাবে।
এই উদ্যোগের মাধ্যমে জাপান এয়ারলাইনস শুধু পর্যটকদের টোকিওতেই আটকে না রেখে দেশের নানান অঞ্চল ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে চায়। তাই জাপান সফর পরিকল্পনায় এবার শুধু টোকিও নয়, সঙ্গে দেশটির বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।
সূত্র: টাইমস নাও
কোথাও নেই কোনো ইট-পাথরের রাস্তা। চারপাশে শুধু থইথই পানি। সেই পানির বুকেই গড়ে উঠেছে বসতি—পুরো একটি গ্রাম। ঘরবাড়ি, দোকানপাট, স্কুল, উপাসনালয়—সবই আছে সেই গ্রামে। কিন্তু পানির ওপর! মোটরগাড়ি নেই, নেই বাহারি মোটরবাইক। ফলে শব্দদূষণ নেই। আর নেই দুর্ঘটনাজনিত মৃত্যু। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার বুকে অ
১১ ঘণ্টা আগে‘শক্ত মনের মানুষ’ বলে একটি কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু সেই মানুষের বৈশিষ্ট্য কী? আর করেই বা কী? খেয়াল করলে দেখবেন, সেই মানুষ সাফল্যে খুব বেশি উচ্ছ্বাস দেখায় না, ব্যর্থতায় কারও কাছে সহানুভূতি চায় না, শোকে কাতর হয় না, প্রায় সব দায়িত্ব নীরবে পালন করে, কোনো কাজে অজুহাত দেখায় না ইত্যাদি।
১২ ঘণ্টা আগেরোজ লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁটের রং স্বাভাবিক গোলাপি থাকে না। লিপস্টিক ভালোভাবে না তুললে বা এটির মান ভালো না হলেও ঠোঁটের রং কালচে হয়ে যেতে পারে। ঠোঁটের শুষ্কতা দূর করে একে সুন্দর ও আকর্ষণীয় করতে কিছু ঘরোয়া টিপস মেনে চলতে পারেন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে। সেই সঙ্গে ঠোঁটে ফিরবে গোলাপি আভা।
১৩ ঘণ্টা আগেবাজারে এখন যেসব সবজি পাওয়া যাচ্ছে, তার মধ্য়ে পটোল আর ঢ্যাঁড়স বলতে গেলে দু-এক দিন পরপরই কিনছেন প্রায় সবাই। কিন্তু সব সময় কি এগুলোর ভাজা আর তরকারি খেতে ভালো লাগে? মাঝেমধ্যে একটু ভিন্ন কায়দায় রান্না করলে এসব সবজিও একঘেয়ে অবস্থা কাটিয়ে হয়ে উঠতে পারে মুখরোচক।
১৭ ঘণ্টা আগে