দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি? ছবি তুলেছেন মো. রেজওয়ান করিম সাব্বির।
জীবনধারা ডেস্ক
মেঘালয়ের জংলা টিলা ছাপিয়ে দূরের আবছা পাহাড়ের আড়াল ভেদ করে ভারতের মাইনথু নদীটি কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এ দেশে সারি নদী নামে পরিচিতি পেয়েছে।
ভূমি রূপের কারণে নদীটির পানি কোথাও সবুজ আবার কোথাও পান্না রং ধারণ করে।
শীতের শুরু থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত নীল স্বচ্ছ পানি চোখে পড়বে সারি নদীতে।
সারি নদী ও লালাখাল নাম ভিন্ন হলেও আসলে একই নদী।
লালাখাল পর্যটনকেন্দ্রটি সারি নদীরই অংশ।
সারিঘাট থেকে নৌকায় লালাখাল হয়ে ভারত সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছাতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে।
সারিঘাট থেকে নৌকায় জিরো পয়েন্ট পর্যন্ত ভাড়া প্রায় দুই হাজার টাকা।
শাপলা কিন্তু লাল রঙেরও হয়।
জৈন্তাপুরে রয়েছে লাল শাপলার বিল ও লাল শাপলার লেক।
লাল শাপলার বিল ও লেক আপনাকে দেবে আলাদা আলাদা অভিজ্ঞতা।
সারি নদীর তীরেই আছে লালাখাল চা-বাগান।
সারি নদী, লাল শাপলার বিল দেখে যেতে পারেন লালাখাল চা-বাগান দেখতে।
মেঘালয়ের জংলা টিলা ছাপিয়ে দূরের আবছা পাহাড়ের আড়াল ভেদ করে ভারতের মাইনথু নদীটি কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এ দেশে সারি নদী নামে পরিচিতি পেয়েছে।
ভূমি রূপের কারণে নদীটির পানি কোথাও সবুজ আবার কোথাও পান্না রং ধারণ করে।
শীতের শুরু থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত নীল স্বচ্ছ পানি চোখে পড়বে সারি নদীতে।
সারি নদী ও লালাখাল নাম ভিন্ন হলেও আসলে একই নদী।
লালাখাল পর্যটনকেন্দ্রটি সারি নদীরই অংশ।
সারিঘাট থেকে নৌকায় লালাখাল হয়ে ভারত সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছাতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে।
সারিঘাট থেকে নৌকায় জিরো পয়েন্ট পর্যন্ত ভাড়া প্রায় দুই হাজার টাকা।
শাপলা কিন্তু লাল রঙেরও হয়।
জৈন্তাপুরে রয়েছে লাল শাপলার বিল ও লাল শাপলার লেক।
লাল শাপলার বিল ও লেক আপনাকে দেবে আলাদা আলাদা অভিজ্ঞতা।
সারি নদীর তীরেই আছে লালাখাল চা-বাগান।
সারি নদী, লাল শাপলার বিল দেখে যেতে পারেন লালাখাল চা-বাগান দেখতে।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৩ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে