ফিচার ডেস্ক
পর্যটন খাতে প্রভাব বাড়াতে নিজেদের প্রস্তুত করে তুলছে চীন। ইতিমধ্যে দেশটি বিদেশি পর্যটকদের জন্য নিয়মকানুন শিথিল করছে। এরই ধারাবাহিকতায় এবার দেশটিতে বাড়ল ট্রানজিট ভিসার সময়। এখন থেকে ১৪৪ ঘণ্টার বদলে ২৪০ ঘণ্টা পর্যন্ত ট্রানজিট ভিসামুক্ত থাকা যাবে দেশটিতে। এর ফলে চীনে হোটেল বুকিং বেড়েছে আগের চেয়ে পাঁচ গুণের বেশি। আর ফ্লাইট বুকিংয়ের জন্য সার্চের পরিমাণ বেড়েছে প্রায় ৮৭ শতাংশ!
২০২৩ সালের ১৭ ডিসেম্বর চীনের জাতীয় অভিবাসন প্রশাসন ভিসামুক্ত ট্রানজিট নীতি ঘোষণা করেছিল। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকেরা চীন হয়ে ভ্রমণের সময় সেখানে এখন ১০ দিন বা ২৪০ ঘণ্টা পর্যন্ত অবস্থান করতে পারবেন। আগে এ সময় ছিল ১৪৪ ঘণ্টা। এ ছাড়া, ২১টি নতুন প্রবেশপথে এই ভিসামুক্ত ট্রানজিট পয়েন্টের তালিকায় যুক্ত করেছে দেশটি। এ সুবিধা এখন পাওয়া যাবে দেশটির ৬০টি প্রবেশপথে।
রাশিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৫৪টি দেশের নাগরিক চীন হয়ে তৃতীয় কোনো দেশ অথবা অঞ্চলে ভ্রমণের সময় ভিসা ছাড়া চীনে প্রবেশ করতে পারবে। এ ছাড়া এই ৫৪টি দেশের নাগরিকেরা নির্দিষ্ট এলাকাগুলোয় ২৪০ ঘণ্টা পর্যন্ত অবস্থান করতে পারবেন।
টনগচেং ট্রাভেলের তথ্য অনুযায়ী, এ নিয়ম ঘোষণার পরপরই নববর্ষের ছুটি কাটানোর বিশেষ গন্তব্যে পরিণত হয়েছে চীন। হোটেল বুকিং বেড়েছে আগের তুলনায় পাঁচ গুণেরও বেশি।
পর্যটন খাতে প্রভাব বাড়াতে নিজেদের প্রস্তুত করে তুলছে চীন। ইতিমধ্যে দেশটি বিদেশি পর্যটকদের জন্য নিয়মকানুন শিথিল করছে। এরই ধারাবাহিকতায় এবার দেশটিতে বাড়ল ট্রানজিট ভিসার সময়। এখন থেকে ১৪৪ ঘণ্টার বদলে ২৪০ ঘণ্টা পর্যন্ত ট্রানজিট ভিসামুক্ত থাকা যাবে দেশটিতে। এর ফলে চীনে হোটেল বুকিং বেড়েছে আগের চেয়ে পাঁচ গুণের বেশি। আর ফ্লাইট বুকিংয়ের জন্য সার্চের পরিমাণ বেড়েছে প্রায় ৮৭ শতাংশ!
২০২৩ সালের ১৭ ডিসেম্বর চীনের জাতীয় অভিবাসন প্রশাসন ভিসামুক্ত ট্রানজিট নীতি ঘোষণা করেছিল। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকেরা চীন হয়ে ভ্রমণের সময় সেখানে এখন ১০ দিন বা ২৪০ ঘণ্টা পর্যন্ত অবস্থান করতে পারবেন। আগে এ সময় ছিল ১৪৪ ঘণ্টা। এ ছাড়া, ২১টি নতুন প্রবেশপথে এই ভিসামুক্ত ট্রানজিট পয়েন্টের তালিকায় যুক্ত করেছে দেশটি। এ সুবিধা এখন পাওয়া যাবে দেশটির ৬০টি প্রবেশপথে।
রাশিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৫৪টি দেশের নাগরিক চীন হয়ে তৃতীয় কোনো দেশ অথবা অঞ্চলে ভ্রমণের সময় ভিসা ছাড়া চীনে প্রবেশ করতে পারবে। এ ছাড়া এই ৫৪টি দেশের নাগরিকেরা নির্দিষ্ট এলাকাগুলোয় ২৪০ ঘণ্টা পর্যন্ত অবস্থান করতে পারবেন।
টনগচেং ট্রাভেলের তথ্য অনুযায়ী, এ নিয়ম ঘোষণার পরপরই নববর্ষের ছুটি কাটানোর বিশেষ গন্তব্যে পরিণত হয়েছে চীন। হোটেল বুকিং বেড়েছে আগের তুলনায় পাঁচ গুণেরও বেশি।
সারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
৩ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১৪ ঘণ্টা আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগেরান্নায় চিনি ব্যবহারে খাবারের রং ও স্বাদ—দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন, তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১ দিন আগে