ফিচার ডেস্ক
ঈদের সময়ও আবহাওয়া অনেকটা গরম থাকবে বোঝা যাচ্ছে। ঈদে রান্নাঘরের ব্যস্ততা যত থাকুক, বাইরে গেলে একটু সাজগোজ তো করা হয়ই। গরমে ঘাম হবে। আর ঘাম হলে মুখের সাজ যদি গলে যায়—এ নিয়ে দুশ্চিন্তা আছে প্রায় সবার। গরমের ঈদে ঘাম প্রতিরোধী বা সোয়েটপ্রুফ মেকআপ করার কিছু ধাপ মেনে চললে থাকা যাবে নিশ্চিন্ত।
ধাপ ১
মেকআপ করার আগে পাতলা কাপড়ে বরফ জড়িয়ে মুখে ৫ মিনিট বুলিয়ে নিন। এতে মেকআপ করতে সুবিধা হবে, গলে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং লোমকূপ বন্ধ হয়ে যাওয়ায় ত্বক মসৃণ লাগবে।
ধাপ ২
বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মেকআপের আগে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। ত্বক তৈলাক্ত হলে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক ঘেমে যাওয়ার প্রবণতা কমবে।
ধাপ ৩
এরপর সানস্ক্রিন লাগাতে হবে। আমাদের যে ধরনের আবহাওয়ায় থাকতে হয়, তাতে অন্তত এসপিএফ ৩০ প্রয়োজন। যদি খুব অল্প সময়ের জন্য রোদে থাকেন, সে ক্ষেত্রে এর থেকে কম ব্যবহার করতে পারেন। রোদে থাকার সময় যত বেশি, এসপিএফের মানও তত বাড়াতে হবে। এ ক্ষেত্রে ওয়াটার বেসড বা পাউডার ফরমের সানস্ক্রিন ব্যবহার করুন। শরীরের যে অংশগুলো রোদের সংস্পর্শে আসবে, সে অংশগুলোতে সানস্ক্রিন মাখতে হবে।
ধাপ ৪
সানস্ক্রিন ব্যবহারের কয়েক মিনিট পর প্রাইমার লাগাতে হবে। এরপর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এ সময় ওয়াটার বেসড বা তরল ফাউন্ডেশন ব্যবহার করা ভালো।
ধাপ ৫
যাঁরা খুব বেশি মেকআপ করবেন না ভাবছেন, তাঁরা ত্বকে অল্প কনসিলার ব্যবহার করে নিতে পারেন। আজকাল কমপ্যাক্টও হালকা কভারেজ দিয়ে থাকে। বেস খুব হালকা রাখার চেষ্টা করুন, এতে সাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কমে।
ধাপ ৬
এ সময় ওয়াটারপ্রুফ আইলাইনার বা ঘেমে গেলে ছড়িয়ে যাবে না, এমন কাজল ব্যবহার করুন। ছড়িয়ে যাওয়ার আশঙ্কা কমাতে কাজলের রেখার ওপর একই রঙের আইশ্যাডো বুলিয়ে নিন। মাসকারার ক্ষেত্রেও ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন। তবে ল্যাশ ঘন হলে মাসকারা ব্যবহার না করলেও হয়। আর নষ্ট যাতে না হয়, সে জন্য বেছে নিন ম্যাট লিপস্টিক।
সূত্র: পাম্প অ্যান্ড পুশ আপস
ঈদের সময়ও আবহাওয়া অনেকটা গরম থাকবে বোঝা যাচ্ছে। ঈদে রান্নাঘরের ব্যস্ততা যত থাকুক, বাইরে গেলে একটু সাজগোজ তো করা হয়ই। গরমে ঘাম হবে। আর ঘাম হলে মুখের সাজ যদি গলে যায়—এ নিয়ে দুশ্চিন্তা আছে প্রায় সবার। গরমের ঈদে ঘাম প্রতিরোধী বা সোয়েটপ্রুফ মেকআপ করার কিছু ধাপ মেনে চললে থাকা যাবে নিশ্চিন্ত।
ধাপ ১
মেকআপ করার আগে পাতলা কাপড়ে বরফ জড়িয়ে মুখে ৫ মিনিট বুলিয়ে নিন। এতে মেকআপ করতে সুবিধা হবে, গলে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং লোমকূপ বন্ধ হয়ে যাওয়ায় ত্বক মসৃণ লাগবে।
ধাপ ২
বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মেকআপের আগে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। ত্বক তৈলাক্ত হলে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক ঘেমে যাওয়ার প্রবণতা কমবে।
ধাপ ৩
এরপর সানস্ক্রিন লাগাতে হবে। আমাদের যে ধরনের আবহাওয়ায় থাকতে হয়, তাতে অন্তত এসপিএফ ৩০ প্রয়োজন। যদি খুব অল্প সময়ের জন্য রোদে থাকেন, সে ক্ষেত্রে এর থেকে কম ব্যবহার করতে পারেন। রোদে থাকার সময় যত বেশি, এসপিএফের মানও তত বাড়াতে হবে। এ ক্ষেত্রে ওয়াটার বেসড বা পাউডার ফরমের সানস্ক্রিন ব্যবহার করুন। শরীরের যে অংশগুলো রোদের সংস্পর্শে আসবে, সে অংশগুলোতে সানস্ক্রিন মাখতে হবে।
ধাপ ৪
সানস্ক্রিন ব্যবহারের কয়েক মিনিট পর প্রাইমার লাগাতে হবে। এরপর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এ সময় ওয়াটার বেসড বা তরল ফাউন্ডেশন ব্যবহার করা ভালো।
ধাপ ৫
যাঁরা খুব বেশি মেকআপ করবেন না ভাবছেন, তাঁরা ত্বকে অল্প কনসিলার ব্যবহার করে নিতে পারেন। আজকাল কমপ্যাক্টও হালকা কভারেজ দিয়ে থাকে। বেস খুব হালকা রাখার চেষ্টা করুন, এতে সাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কমে।
ধাপ ৬
এ সময় ওয়াটারপ্রুফ আইলাইনার বা ঘেমে গেলে ছড়িয়ে যাবে না, এমন কাজল ব্যবহার করুন। ছড়িয়ে যাওয়ার আশঙ্কা কমাতে কাজলের রেখার ওপর একই রঙের আইশ্যাডো বুলিয়ে নিন। মাসকারার ক্ষেত্রেও ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন। তবে ল্যাশ ঘন হলে মাসকারা ব্যবহার না করলেও হয়। আর নষ্ট যাতে না হয়, সে জন্য বেছে নিন ম্যাট লিপস্টিক।
সূত্র: পাম্প অ্যান্ড পুশ আপস
থাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
১১ ঘণ্টা আগেবিমানভাড়া দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাগেজের চার্জ। এ ছাড়া আছে সিট নির্বাচনের জন্য ফি, এমনকি খাবার-পানীয়ের জন্য অতিরিক্ত খরচ। বিমানের বিজ্ঞাপনে দেখানো ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যোগ করার বিষয়টি বিমানযাত্রীদের জন্য বিশাল এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১১ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের ভেতরে অবস্থিত একটি শহর চুর; যাকে বলা হয় সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। প্রাগৈতিহাসিক কালের পদচিহ্ন, রোমান সাম্রাজ্যের প্রতিধ্বনি এবং মধ্যযুগের মনোমুগ্ধকর আকর্ষণ নিয়ে এই শহর এক অনন্য ঐতিহ্য বহন করে।
১২ ঘণ্টা আগেদুধ দিয়ে সেমাই তো আছেই, তা ছাড়াও সেমাই দিয়ে কত ধরনের খাবারই না রান্না করা যায়! সবগুলোই অবশ্য ডেজার্ট। বাড়িতে কোনো আয়োজন থাকলে এবার সেমাই দিয়েই তাতে আনুন ভিন্ন স্বাদ। আপনাদের জন্য সে ধরনের একটি ডেজার্টের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে