শারমিন কচি
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। আমি কর্মজীবী নারী। শীত আসার আগে থেকেই চুলে অ্যালোভেরা ব্যবহার শুরু করি, তেল দিই নিয়মিত। আবার তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করি, যাতে খুশকি না হয়। সপ্তাহে তিন দিন চুল শ্যাম্পু করি। দুই দিন সাধারণ শ্যাম্পু ও এক দিন অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে চুল ধুই। কিন্তু খুশকি থেকে পরিত্রাণ পাচ্ছি না। খুশকি হলে আমার চোখে অঞ্জনিও হয়। কীভাবে সমস্যার সমাধান পেতে পারি?
শবনম শিউলি, মাদারীপুর
চুলে খুশকি থাকলে অ্যালোভেরা জেল ব্যবহার করা ঠিক নয়। নারকেল তেল ও লেবুর রস সমান অনুপাতে মিশিয়ে মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করে এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তবে এই মিশ্রণ চুলে এক ঘণ্টার বেশি রাখা যাবে না। এ ছাড়া সপ্তাহে দুই থেকে তিন দিন মাথার ত্বক ও চুলে তেল ম্যাসাজ করার আধা ঘণ্টা পর টক দই ও পানি ২:১ অনুপাতে মিশিয়ে তুলার বলের সাহায্যে মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ে নিতে হবে। এতে মাথার ত্বকের খুশকি বের হয়ে আসবে। এরপর চুল ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে নিলে খুশকি কমবে।
প্রশ্ন: চুলে নিয়মিত তেল ও শ্যাম্পু ব্যবহার করি। তবু মাথার ত্বক খুবই শুষ্ক হয়ে থাকে এবং চুলকায়। কী করতে পারি?
সিমিন শাহরিয়ার, চট্টগ্রাম
পানি কম পান করার কারণে
বা শরীরে প্রোটিনের ঘাটতি থাকলেও মাথার ত্বক শুষ্ক হতে পারে। চুলে তেল ব্যবহার করার সময় তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিয়ে ভালোভাবে মাথার ত্বকে ম্যাসাজ করে নিন। দু-এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পুর পর অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে এক থেকে দুই দিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর হেয়ার ট্রিটমেন্ট ক্রিম চুলে লাগিয়ে আধা ঘণ্টা পর চুল ধুয়ে নিতে হবে। এতে চুল অনেকটাই হাইড্রেটেড ও নরম থাকবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে প্রোটিন সম্পূরক খাওয়া যেতে পারে। চাইলে ভালো কোনো পারলারে গিয়ে মাসে এক দিন চুলে প্রোটিন ট্রিটমেন্ট নিতে পারেন।
আপনার ত্বক, চুলসহ সৌন্দর্য বিষয়ে যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন এখানে
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। আমি কর্মজীবী নারী। শীত আসার আগে থেকেই চুলে অ্যালোভেরা ব্যবহার শুরু করি, তেল দিই নিয়মিত। আবার তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করি, যাতে খুশকি না হয়। সপ্তাহে তিন দিন চুল শ্যাম্পু করি। দুই দিন সাধারণ শ্যাম্পু ও এক দিন অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে চুল ধুই। কিন্তু খুশকি থেকে পরিত্রাণ পাচ্ছি না। খুশকি হলে আমার চোখে অঞ্জনিও হয়। কীভাবে সমস্যার সমাধান পেতে পারি?
শবনম শিউলি, মাদারীপুর
চুলে খুশকি থাকলে অ্যালোভেরা জেল ব্যবহার করা ঠিক নয়। নারকেল তেল ও লেবুর রস সমান অনুপাতে মিশিয়ে মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করে এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তবে এই মিশ্রণ চুলে এক ঘণ্টার বেশি রাখা যাবে না। এ ছাড়া সপ্তাহে দুই থেকে তিন দিন মাথার ত্বক ও চুলে তেল ম্যাসাজ করার আধা ঘণ্টা পর টক দই ও পানি ২:১ অনুপাতে মিশিয়ে তুলার বলের সাহায্যে মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ে নিতে হবে। এতে মাথার ত্বকের খুশকি বের হয়ে আসবে। এরপর চুল ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে নিলে খুশকি কমবে।
প্রশ্ন: চুলে নিয়মিত তেল ও শ্যাম্পু ব্যবহার করি। তবু মাথার ত্বক খুবই শুষ্ক হয়ে থাকে এবং চুলকায়। কী করতে পারি?
সিমিন শাহরিয়ার, চট্টগ্রাম
পানি কম পান করার কারণে
বা শরীরে প্রোটিনের ঘাটতি থাকলেও মাথার ত্বক শুষ্ক হতে পারে। চুলে তেল ব্যবহার করার সময় তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিয়ে ভালোভাবে মাথার ত্বকে ম্যাসাজ করে নিন। দু-এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পুর পর অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে এক থেকে দুই দিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর হেয়ার ট্রিটমেন্ট ক্রিম চুলে লাগিয়ে আধা ঘণ্টা পর চুল ধুয়ে নিতে হবে। এতে চুল অনেকটাই হাইড্রেটেড ও নরম থাকবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে প্রোটিন সম্পূরক খাওয়া যেতে পারে। চাইলে ভালো কোনো পারলারে গিয়ে মাসে এক দিন চুলে প্রোটিন ট্রিটমেন্ট নিতে পারেন।
আপনার ত্বক, চুলসহ সৌন্দর্য বিষয়ে যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন এখানে
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
সকালের নাশতায় রোজ কি রুটির সঙ্গে আলুভাজি খেতে ভালো লাগে? কোনো একদিন সকালে বানিয়ে ফেলুন ফুলকো লুচি, আর সঙ্গে থাকতে পারে কাবলি ছোলার ঘুগনি। আপনাদের জন্য কাবলি ছোলার ঘুগনির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ মিনিট আগেআজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে পালন করে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘দ্য গার্ল, আই অ্যাম দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস’ বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের...
৪১ মিনিট আগেবাড়িতে থাকলে সকালে উঠেই চা বা কফি পান করা অনেকের প্রধান অভ্যাস। কোথাও ছুটিতে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেন না তাঁরা। ভ্রমণের সময় হোটেলের যে কক্ষে থাকেন, সকালে উঠে সেখানেই সকালের চা-কফির পর্ব সেরে নিতে চান অনেকে। কিন্তু আপনি কি জানেন, কেটলি কতটা স্বাস্থ্যসম্মত? পরের বার যখন কোনো হোটেল রুমে থাকবেন..
২ ঘণ্টা আগেরক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়। সুস্থ থাকা এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধের জন্যও এটি সমান জরুরি। আমাদের অনেকের ধারণা, ‘আমি তো বেশি মিষ্টি খাই না, তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে কেন?’ কিন্তু আসল সমস্যা হলো কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস। যেগুলো আমরা...
৩ ঘণ্টা আগে