Ajker Patrika

সংবেদনশীল ত্বক ভালো রাখতে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৪: ৪৩
সংবেদনশীল ত্বক ভালো রাখতে

তৈলাক্ত ও শুষ্ক ত্বকের মাঝামাঝি যে ত্বক, তাতে র‍্যাশ উঠতে পারে। শুষ্ক হয়ে যাওয়া এবং পানি লাগলে জ্বালা করতে পারে। আবার হঠাৎ করে তৈলাক্ত হয়ে যেতে পারে। এ ধরনের ত্বক ভালো রাখতে করণীয় কী?

উত্তর: এ ধরনের ত্বক খুব সংবেদনশীল ও নাজুক। প্রথমে ত্বকের জন্য মানানসই নয় এমন কোনো পণ্য ব্যবহার করা ছেড়ে দিতে হবে। কারণ, পণ্যে থাকা অনেক উপাদান সবার বা সব ধরনের ত্বকে মানায় না। ফলে কন্টাক্ট ডার্মাটাইটিস দেখা দেয় এবং হঠাৎ করে ত্বকের কিছু অংশ শুষ্ক হয়ে যায়। এ অবস্থায় কেউ যদি মাস্ক বা এ-জাতীয় কিছু ব্যবহার করেন, তাহলে সেটি যেন আরামদায়ক ও বাতাস চলাচলের উপযোগী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে নরম ও সুতি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন।

ত্বকের যে জায়গা শুষ্ক হয়ে যায়, সেখানে ইমোলেন্ট, জিংক বা প্যারাফিনযুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ফেস ক্লিনজিংয়ের ক্ষেত্রে ওটমিলযুক্ত কিংবা ক্যামোমাইলযুক্ত ক্লিনজার ব্যবহার করুন। ত্বকের তৈলাক্ত অংশে অবশ্যই ওয়াটারবেজড এবং শুষ্ক অংশে ইমোলেন্টযুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]

পরামর্শ দিয়েছেন: ডা. তাওহীদা রহমান ইরিন, চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত