শারমিন কচি
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
উত্তর: এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
উত্তর: এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
উত্তর: থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
উত্তর: এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
উত্তর: এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
উত্তর: থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
মে দিবস মানেই ছুটির দিন। এদিন সকাল-সকাল কাজে যাওয়ার তাড়া নেই। আর এবার তো মে দিবস বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির বাইরে আরও একটা দিন বাড়তি ছুটি পাওয়া গেল। তাতেই মনটা ফুরফুরে লাগছে, তাই না? তবে এক দিন বেশি ছুটি পেয়ে কি শুয়ে-বসেই কাটাবেন? মে মাসের প্রথম দিনটি স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপন করতে পারেন।
৫ ঘণ্টা আগেবছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
১৫ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১ দিন আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১ দিন আগে