Ajker Patrika

প্রাকৃতিক ৫ উপায়ে ত্বকে আনুন গোলাপি আভা

সানজিদা সামরিন, ঢাকা 
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৮: ০৪
নিয়মিত ও বিশেষ কিছু উপায়ে যত্ন নিলে ত্বকে প্রাকৃতিকভাবেই গোলাপি আভা ফুটে উঠবে। মডেল: এফা তাবাসসুম, ছবি: সংগৃহীত
নিয়মিত ও বিশেষ কিছু উপায়ে যত্ন নিলে ত্বকে প্রাকৃতিকভাবেই গোলাপি আভা ফুটে উঠবে। মডেল: এফা তাবাসসুম, ছবি: সংগৃহীত

আজকাল মুখে গোলাপি আভা ফুটিয়ে তুলতে সৌন্দর্যসচেতন নারীরা নানা ধরনের ব্লাশ ব্যবহার করেন। ক্রিম বা পাউডার বেসড এসব ব্লাশ বেশ জনপ্রিয় হলেও প্রতিদিন ব্যবহারে ত্বকের ক্ষতি হয়। নিয়মিত ও বিশেষ কিছু উপায়ে যত্ন নিলে ত্বকে প্রাকৃতিকভাবেই গোলাপি আভা ফুটে উঠবে। তবে হ্যাঁ, প্রাকৃতিক এই গোলাপি আভা পেতে দীর্ঘদিন ধৈর্যসহকারে ত্বকের যত্ন নিতে হবে। তাহলেই পাওয়া যাবে সুফল। এ জন্য যা ব্যবহার করবেন—

মধু ও দারুচিনির প্যাক

মধু হচ্ছে একধরনের প্রাকৃতিক ময়শ্চারাইজার। অন্যদিকে দারুচিনি ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে সহায়তা করে। আর এই দুই উপাদানের সংমিশ্রণ ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা ফুটিয়ে তুলতে সহায়ক। এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চিমটি দারুচিনিগুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ দুই গালে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ২ থেকে ৩ মাসের মধ্য়ে আশানুরূপ ফল পাওয়া যাবে।

প্রাকৃতিক এই গোলাপি আভা পেতে হলে দীর্ঘদিন ধরে ধৈর্য নিয়ে ত্বকের যত্ন নিতে হবে। মডেল: এফা তাবাসসুম, ছবি: সংগৃহীত
প্রাকৃতিক এই গোলাপি আভা পেতে হলে দীর্ঘদিন ধরে ধৈর্য নিয়ে ত্বকের যত্ন নিতে হবে। মডেল: এফা তাবাসসুম, ছবি: সংগৃহীত

বিটরুটের রস

বিটরুটে আছে প্রচুর ভিটামিন সি। এতে থাকা প্রাকৃতিক মেরুন রং ত্বকে গোলাপি আভা এনে দিতে পারে। প্রতিদিন ত্বকে বিটরুটের রসের প্রলেপ দিলে ত্বকে গোলাপি আভা ফুটে উঠবে। এর রস করে তুলার বলের সাহায্যে মুখে, গলায় ও ঘাড়ে ব্যবহার করুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে নিন। বিটরুটের রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো উপকার পাওয়া যাবে। যাঁরা নিয়মিত এর রস পান করেন, তাঁরা আরও ভালো ফল পেতে পারেন। তবে একটানা কত দিন বিটরুটের রস খাওয়া নিরাপদ, তা অবশ্যই বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিতে হবে।

গোলাপজল ও গ্লিসারিন

প্রাকৃতিক টোনার হিসেবে গোলাপজল ভীষণ জনপ্রিয়। ত্বকে পিএইচের ভারসাম্য রক্ষায় এর জুড়ি মেলা ভার। অন্যদিকে গ্লিসারিন খুব ভালো ময়শ্চারাইজার। এটি আমাদের দেশে বেশ জনপ্রিয়। এই দুই উপকরণের সংমিশ্রণ ত্বকে মেখে যদি সারা রাত রাখা যায়, তাহলে ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা ফুটে উঠবে। একটি কাচের বোতলে সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে রেখে দিন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলার বলের সাহায্যে ত্বকে বুলিয়ে নিন।

গোলাপজল প্রাকৃতিক টোনার এবং গ্লিসারিন ময়েশ্চারাইজার। এই দুটির মিশ্রণ ত্বকে ব্যবহার করুন। ফল পাবেন। মডেল: এফা তাবাসসুম, ছবি: পেক্সেলস
গোলাপজল প্রাকৃতিক টোনার এবং গ্লিসারিন ময়েশ্চারাইজার। এই দুটির মিশ্রণ ত্বকে ব্যবহার করুন। ফল পাবেন। মডেল: এফা তাবাসসুম, ছবি: পেক্সেলস

স্ট্রবেরি ও টক দইয়ের মাস্ক

স্ট্রবেরি ভিটামিন সি ও আলফা-হাইড্রক্সি অ্যাসিড সমৃদ্ধ একটি ফল। এটি ত্বকের মরা কোষ ঝরিয়ে উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। অন্যদিকে টক দইয়ের মধ্য়কার ল্যাকটিক অ্যাসিড ত্বককে পুনরুজ্জীবিত করে তোলে। এই অ্যাসিডগুলো ত্বকে গোলাপি আভা ফুটিয়ে তুলতেও খুব ভালো কাজ করে। স্ট্রবেরি পেস্ট ও টক দইয়ের মিশ্রণ সপ্তাহে এক দিন ব্যবহারে সুফল পাওয়া যায়। ২ থেকে ৩টি পাকা স্ট্রবেরির সঙ্গে ২ টেবিল চামচ টক দই ব্লেন্ড করে মিশ্রণ তৈরি করুন। তারপর মুখে, গলায় ও ঘাড়ে মেখে রাখুন ২০ মিনিট। এরপর ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে নিন। এক মাস পর থেকে ভালো ফল দেখতে পাবেন।

গ্রিন টি আইসকিউব

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি ত্বকের তারুণ্য ধরে রাখতে খুব ভালো কাজ করে। গ্রিন টি পান করলে ত্বকের রক্তসঞ্চালন বাড়ে এবং ত্বক হয়ে ওঠে তারুণ্যদীপ্ত। অন্যদিকে এটি ত্বকে ব্যবহার করলেও সুফল পাওয়া যায়। গ্রিন টি তৈরি করে ঠান্ডা করে নিন। এরপর আইস ট্রেতে ঢেলে বরফ করে নিতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে ত্বকে গ্রিন টি দিয়ে তৈরি আইসকিউব ম্যাসাজ করুন ৩০ সেকেন্ড। এরপর বরফ পানি মুখে শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে ত্বকে গোলাপি আভা ফুটে উঠবে, ত্বক হবে মসৃণ।

ত্বকে গোলাপি আভা ফুটিয়ে তুলতে আরও যা করতে হবে

  • সপ্তাহে অন্তত তিন দিন ত্বক এক্সফোলিয়েট করুন। এতে করে ত্বকের উপরিভাগে মরা কোষ জমতে পারবে না। ফলে ত্বকের উপরিভাগে কালচে কোনো আবরণ থাকবে না।
  • জেড রোলার ও গুয়াশা দিয়ে নিয়মিত মুখের ত্বক ম্যাসাজ করুন। ম্যাসাজের সময় আমন্ড অয়েলের মতো হালকা কোনো তেল ব্যবহার করতে পারেন।
  • মুখে ময়লা ও তেল যেন জমতে না পারে, তাই নিয়মিত ফেস হাইজিন মেনে চলতে হবে।
  • ভিটামিন সি, নিয়াসিনামাইড, জিনসেং ও জিঞ্জার সমৃদ্ধ সেরাম ব্যবহার করলে মুখের ত্বকে গোলাপি আভা ছড়াবে।
  • মুখ ধোয়ার জন্য সব সময় কুসুম গরম পানি ব্যবহার করলে ত্বক পরিচ্ছন্ন থাকে, ত্বকের রক্তসঞ্চালন বাড়ে। তাই গোলাপি আভা ফুটে থাকে ত্বকে।

সূত্র: অরগানিক হারভেস্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত