ফিচার ডেস্ক
ত্বকের যত্নে এলাচি ব্যবহার করতে পারেন। এলাচির কথায় আঁতকে উঠবেন না। এটি ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। গরমমসলা হিসেবে ঐতিহ্যগতভাবে এটি আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয়ে আসছে শত শত বছর ধরে। এ ছাড়া ভেষজ হিসেবেও এর ব্যবহার আছে। এই বহুমুখী মসলাটিতে অ্যান্টি-অক্সিডেন্ট ও তেল থাকে। এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে, প্রদাহ কমাতে ও অকালবার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এলাচি ত্বক পুষ্ট করে, পানির ভারসাম্য রক্ষা করে এবং ত্বক নরম ও কোমল করে।
ত্বকের গঠন উন্নত করে
এলাচি সেল টার্নওভার বৃদ্ধি করে ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। এর ফেস স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি অমসৃণ ত্বকের টোন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে পারে।
ঠোঁটে হাইড্রেশন দেয়
এনসাইক্লোপিডিয়া অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমসে প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে এলাচি ঠোঁটের যত্নের জন্য উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট পরিবেশগত ক্ষতি থেকে ঠোঁট রক্ষা করতে সাহায্য করে। এলাচির প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ঠোঁটের সমস্যা প্রশমিত করতে এবং লাল ভাব কমাতে সাহায্য করে। শুকনো ও ফাটা ঠোঁটের যত্নে এটি ব্যবহার করা যেতে পারে।
ত্বকের যত্নে এলাচি ব্যবহার করতে পারেন। এলাচির কথায় আঁতকে উঠবেন না। এটি ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। গরমমসলা হিসেবে ঐতিহ্যগতভাবে এটি আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয়ে আসছে শত শত বছর ধরে। এ ছাড়া ভেষজ হিসেবেও এর ব্যবহার আছে। এই বহুমুখী মসলাটিতে অ্যান্টি-অক্সিডেন্ট ও তেল থাকে। এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে, প্রদাহ কমাতে ও অকালবার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এলাচি ত্বক পুষ্ট করে, পানির ভারসাম্য রক্ষা করে এবং ত্বক নরম ও কোমল করে।
ত্বকের গঠন উন্নত করে
এলাচি সেল টার্নওভার বৃদ্ধি করে ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। এর ফেস স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি অমসৃণ ত্বকের টোন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে পারে।
ঠোঁটে হাইড্রেশন দেয়
এনসাইক্লোপিডিয়া অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমসে প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে এলাচি ঠোঁটের যত্নের জন্য উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট পরিবেশগত ক্ষতি থেকে ঠোঁট রক্ষা করতে সাহায্য করে। এলাচির প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ঠোঁটের সমস্যা প্রশমিত করতে এবং লাল ভাব কমাতে সাহায্য করে। শুকনো ও ফাটা ঠোঁটের যত্নে এটি ব্যবহার করা যেতে পারে।
কত টাকা সঞ্চয় করবেন, তা নির্ভর করে আপনি মাসিক কত টাকা আয় করেন, জীবনযাত্রা ও জরুরি খাতে কতটা ব্যয় হতে পারে, তার ওপর। সঞ্চয়ের ক্ষেত্রে ৫০/৩০/২০ নিয়ম অনুসরণ করা হয়। যেখানে আয়ের ৫০ শতাংশ আপনার প্রয়োজনের জন্য, ৩০ শতাংশ বিশেষ চাহিদার জন্য এবং ২০ শতাংশ সঞ্চয় ও বিনিয়োগের জন্য আলাদা করা যেতে পারে।
১ ঘণ্টা আগেপৃথিবীর প্রায় সবকিছু দিয়েই তৈরি করা যায় আচার। সবজি বা ফল তো আছেই, মাছ, মাংস বা ডিম দিয়েও আচার তৈরি হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আর আমাদের দেশে আম, আমড়াসহ বিভিন্ন টক ফল দিয়ে আচার তৈরি হয়। আর আছে লেবু। অনেকে লেবু দিয়ে তৈরি করে জারক। সেটাও দারুণ খাবার।
১৯ ঘণ্টা আগেবর্ষা মানেই সজীব প্রকৃতি আর পাহাড়ের গায়ে মেঘমালার খেলা। ঝিরি, ঝরনার প্রাণ ঝুম বৃষ্টি। গাছগাছালিও বৃষ্টির কারণে গাঢ় সবুজ হয়ে ওঠে। এ ছাড়া পাহাড়ি খালগুলো হয়ে ওঠে খরস্রোতা। এমন দিনেই অ্যাডভেঞ্চারের মজা পাওয়া যায় পরিপূর্ণ। আর অ্যাডভেঞ্চার মানেই বর্ষার পাহাড়, ঝরনা, ঝিরিপথে ট্রেকিং।
১ দিন আগেভুল খাবার খাওয়ার কারণে বিমানযাত্রা হয়ে উঠতে পারে অস্বস্তিকর; এমনকি হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণও। উচ্চতার কারণে বাতাসের চাপ নিয়ন্ত্রিত হলেও রক্তে অক্সিজেন কমে যাওয়া এবং হজমে এনজাইমের কার্যকারিতা কমে যাওয়ার ঘটনা ঘটে। ফলে দেখা দিতে পারে গ্যাস, পেট ফোলা ও বমি বমি ভাব এবং হজমজনিত নানা সমস্যা।
১ দিন আগে