ফিচার ডেস্ক
ত্বকযত্নে বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করা যেতে পারে। এসব বীজ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থে পূর্ণ। এগুলোকে তেল হিসেবে কিংবা পিষে ড্রাই ফেসপ্যাক এবং স্ক্রাবে যোগ করা যায়। অ্যান্টি-অ্যাজিং গুণসম্পন্ন হওয়ায় এগুলো ত্বক উজ্জ্বল করে। সরিষা থেকে যেমন তেল পাওয়া যায়, তেমনি এটি পিষে ত্বকেও ব্যবহার করা যায়।
তেল
সরিষার তেল সরাসরি ত্বকে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত হাইড্রেশনের প্রয়োজন, এমন জায়গাগুলোতে এই তেল ব্যবহার করা ভালো। তবে এই তেল কিছুটা কড়া হওয়ার কারণে পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে।
ফেস মাস্ক
মধু ও দইয়ের সঙ্গে সরিষার বীজ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এটি ১০ থেকে ১৫ মিনিটের জন্য মাস্ক হিসেবে ত্বকে ব্যবহার করা যায়। তারপর এটি তুলে ফেলার জন্য হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
এক্সফোলিয়েটিং স্ক্রাব
নারকেল তেল, জোজোবা অয়েল, অলিভ অয়েল, অর্গান অয়েলের সঙ্গে সরিষা পিষে ভালো করে মেশাতে হবে। এই মিশ্রণ বৃত্তাকার গতিতে ত্বকে আলতো করে ম্যাসাজ করতে হবে। এটি মৃত ত্বককোষ অপসারণ এবং এর গঠন ঠিক রাখতে সাহায্য করে।
সতর্কতা
যাঁদের সংবেদনশীল বা অ্যালার্জিপ্রবণ ত্বক, তাঁদের সতর্কতার সঙ্গে সরিষা ব্যবহার করতে হবে। এ ছাড়া এর দীর্ঘমেয়াদি ব্যবহার ত্বক শুষ্ক করে ফেলতে পারে।
ত্বকযত্নে বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করা যেতে পারে। এসব বীজ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থে পূর্ণ। এগুলোকে তেল হিসেবে কিংবা পিষে ড্রাই ফেসপ্যাক এবং স্ক্রাবে যোগ করা যায়। অ্যান্টি-অ্যাজিং গুণসম্পন্ন হওয়ায় এগুলো ত্বক উজ্জ্বল করে। সরিষা থেকে যেমন তেল পাওয়া যায়, তেমনি এটি পিষে ত্বকেও ব্যবহার করা যায়।
তেল
সরিষার তেল সরাসরি ত্বকে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত হাইড্রেশনের প্রয়োজন, এমন জায়গাগুলোতে এই তেল ব্যবহার করা ভালো। তবে এই তেল কিছুটা কড়া হওয়ার কারণে পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে।
ফেস মাস্ক
মধু ও দইয়ের সঙ্গে সরিষার বীজ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এটি ১০ থেকে ১৫ মিনিটের জন্য মাস্ক হিসেবে ত্বকে ব্যবহার করা যায়। তারপর এটি তুলে ফেলার জন্য হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
এক্সফোলিয়েটিং স্ক্রাব
নারকেল তেল, জোজোবা অয়েল, অলিভ অয়েল, অর্গান অয়েলের সঙ্গে সরিষা পিষে ভালো করে মেশাতে হবে। এই মিশ্রণ বৃত্তাকার গতিতে ত্বকে আলতো করে ম্যাসাজ করতে হবে। এটি মৃত ত্বককোষ অপসারণ এবং এর গঠন ঠিক রাখতে সাহায্য করে।
সতর্কতা
যাঁদের সংবেদনশীল বা অ্যালার্জিপ্রবণ ত্বক, তাঁদের সতর্কতার সঙ্গে সরিষা ব্যবহার করতে হবে। এ ছাড়া এর দীর্ঘমেয়াদি ব্যবহার ত্বক শুষ্ক করে ফেলতে পারে।
কত টাকা সঞ্চয় করবেন, তা নির্ভর করে আপনি মাসিক কত টাকা আয় করেন, জীবনযাত্রা ও জরুরি খাতে কতটা ব্যয় হতে পারে, তার ওপর। সঞ্চয়ের ক্ষেত্রে ৫০/৩০/২০ নিয়ম অনুসরণ করা হয়। যেখানে আয়ের ৫০ শতাংশ আপনার প্রয়োজনের জন্য, ৩০ শতাংশ বিশেষ চাহিদার জন্য এবং ২০ শতাংশ সঞ্চয় ও বিনিয়োগের জন্য আলাদা করা যেতে পারে।
১ ঘণ্টা আগেপৃথিবীর প্রায় সবকিছু দিয়েই তৈরি করা যায় আচার। সবজি বা ফল তো আছেই, মাছ, মাংস বা ডিম দিয়েও আচার তৈরি হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আর আমাদের দেশে আম, আমড়াসহ বিভিন্ন টক ফল দিয়ে আচার তৈরি হয়। আর আছে লেবু। অনেকে লেবু দিয়ে তৈরি করে জারক। সেটাও দারুণ খাবার।
১৯ ঘণ্টা আগেবর্ষা মানেই সজীব প্রকৃতি আর পাহাড়ের গায়ে মেঘমালার খেলা। ঝিরি, ঝরনার প্রাণ ঝুম বৃষ্টি। গাছগাছালিও বৃষ্টির কারণে গাঢ় সবুজ হয়ে ওঠে। এ ছাড়া পাহাড়ি খালগুলো হয়ে ওঠে খরস্রোতা। এমন দিনেই অ্যাডভেঞ্চারের মজা পাওয়া যায় পরিপূর্ণ। আর অ্যাডভেঞ্চার মানেই বর্ষার পাহাড়, ঝরনা, ঝিরিপথে ট্রেকিং।
১ দিন আগেভুল খাবার খাওয়ার কারণে বিমানযাত্রা হয়ে উঠতে পারে অস্বস্তিকর; এমনকি হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণও। উচ্চতার কারণে বাতাসের চাপ নিয়ন্ত্রিত হলেও রক্তে অক্সিজেন কমে যাওয়া এবং হজমে এনজাইমের কার্যকারিতা কমে যাওয়ার ঘটনা ঘটে। ফলে দেখা দিতে পারে গ্যাস, পেট ফোলা ও বমি বমি ভাব এবং হজমজনিত নানা সমস্যা।
১ দিন আগে