এআই টুলসহ স্যামসাং গ্যালাক্সি এস ২৪ বাজারে: দাম ও স্পেসিফিকেশন
অবশেষে বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত স্যামসাং এস ২৪ সিরিজ। এর আওতায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা রয়েছে। ফাঁস হওয়া অসংখ্য তথ্য ও গুজবকে সত্য করে নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলোয় থাকছে নতুন লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট ও সার্কেল টু সার্চ ফিচার। এছাড়া ‘গ্যালাক্সি এআই’ না