লাইফস্টাইল ডেস্ক
মেইন কোর্স শেষ করার পর হালকা খাবার খাওয়া বা অন্য কিছু করার অভ্যাস আছে অনেকের। কেউ একটু চা পান করেন, কেউ হাঁটতে বের হন। অনেকে আবার একটু ঘুমিয়ে নেন। তবে খাওয়ার পর কিছু খাওয়ার অভ্যাস থাকলে তা স্বাস্থ্যকরই হওয়া চাই।
ইনস্টাগ্রামে অভিনেতা-অভিনেত্রীরা তাঁদের খাদ্যাভ্যাস, মেকআপ টিপস শেয়ার করে থাকেন। সেসব অনেকে ব্যক্তিগত জীবনে চর্চা করেন। ইনস্টাগ্রামে অভিনেতা–অভিনেত্রীরা এসব শেয়ার করে তাঁদের ফ্যানদের স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করেন। তেমনই একজন অভিনেত্রী নিতু কাপুর। ‘খেল খেল মে’, ‘দেওয়ার’, ‘কাভি কাভি’ ইত্যাদি চলচ্চিত্রের জন্য পরিচিত এই অভিনেত্রী। খাবার ভালোভাবে হজম হওয়ার টিপস সম্প্রতি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাঁর এই টোটকা দুপুরের খাবার ভালোভাবে হজমে সহায়তা করে বলে বিশ্বাস করেন তিনি।
লাঞ্চের পর নিতু কাপুর কী খাচ্ছেন এবং কী পান করছেন, সেটি প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। এক চামচ ঘি আর গুড়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘লাঞ্চের পর ঘি ও গুড় এবং বাড়ির তৈরি হজম চা।’
খাবার খাওয়ার পর হজমে সাহায্য করে ঘি এবং গুড়। নিতু কাপুর এ দুটির মিশ্রণ পান করছেন। কারণ, এটি দারুণ ডিটক্সিফাইং উপাদান হিসেবে কাজ করে। ২০২২ সালে ‘সুগার টেক’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, এই সংমিশ্রণ টক্সিন অপসারণ এবং দেহের অ্যাসিডিটি কমাতে সহায়ক। গবেষকেরা খুঁজে পেয়েছেন, খাবারের পর এক চামচ ঘি মেশানো গুড় খাওয়া পাচনতন্ত্রের জন্য উপকারী।
ঘিয়ের উপকারিতা
পাচনতন্ত্রের এনজাইম উৎপাদন করে: ঘি পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণ উন্নত করতে সাহায্য করে। এটি খাবারের ভাঙন প্রক্রিয়াকে উন্নত করে। এটি ফ্যাট-সলিউবল ভিটামিন এ, ডি, ই এবং কে এর হজম ও শোষণে সহায়ক ভূমিকা পালন করে।
বিউটিরিক অ্যাসিডে সমৃদ্ধ: বিউটিরিক অ্যাসিড হলো চেইন ফ্যাটি অ্যাসিড। এটি পাচনতন্ত্রের কোষগুলোকে পুষ্টি সরবরাহ করে, প্রদাহ কমাতে সাহায্য করে এবং হজম ভালো করতে সহায়ক ভূমিকা পালন করে। ঘি বিউটিরিক অ্যাসিডে সমৃদ্ধ।
অ্যান্টি-অ্যাসিডিক: ঘি পেটের ভেতরের স্তরকে আরাম দেয় এবং খাবারের পর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।
গুড়ের উপকারিতা
পাচনতন্ত্রের এনজাইম সক্রিয় করে: গুড় পাচনতন্ত্রের এনজাইম সক্রিয় করে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। বিশেষজ্ঞরা বলেন, এটি পিত্তের নিঃসরণ বাড়ায় এবং চর্বি ভাঙতে সাহায্য করে। গুড় ম্যাগনেশিয়ামসহ অন্যান্য খনিজে পূর্ণ। এসব খনিজের অনেকগুলো পাচনতন্ত্রের পেশি শিথিলে সাহায্য করতে পারে। এতে উপস্থিত আয়রন খাবারের পর অনুভূত হওয়া ক্লান্তি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।
গ্যাস প্রতিরোধক: গুড়ের প্রাকৃতিক ডিটক্সিফাইং বৈশিষ্ট্য অন্ত্রগুলোকে পরিষ্কার করে, ব্লোটিং কমায় এবং পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে।
তবে সবার ক্ষেত্রে এই টোটকা কাজে না-ও আসতে পারতে। এর কিছু কারণ আছে। ঘি কিংবা গুড় আলাদা করে কিংবা একসঙ্গে খেলে অনেকে এর পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রভাবিত হতে পারেন। তাই এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানা থাকলে যে কেউ বুঝতে পারবেন, নিতু কাপুরের টোটকা আপনাদের কাজে লাগবে কি না।
ঘিয়ের পার্শ্বপ্রতিক্রিয়া
ঘিতে ঘন ক্যালরি থাকে। অতিরিক্ত পরিমাণে ঘি খেলে ওজন বাড়ে।
অতিরিক্ত ঘি খাওয়া হার্টের রোগীদের লো-ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে।
অতিরিক্ত ঘি খাওয়ার ফলে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে। যাদের হজমের সমস্যা দুর্বল, তাদের এ সমস্যা হওয়ার আশঙ্কা বেশি।
গুড়ের পার্শ্বপ্রতিক্রিয়া
গুড়ে প্রচুর চিনি থাকে। তাই এটি অতিরিক্ত খেলে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়তে পারে; বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের গুড় খাওয়া বিষয়ে সতর্ক থাকা জরুরি।
নিয়মিত বেশি পরিমাণে ঘি খেলে যে কারও ওজন বেড়ে যেতে পারে।
এবার নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নিজেই সিদ্ধান্ত নিন, নিতু কাপুরের টোটকা আপনার জন্য কাজ করবে কি না।
সূত্র: ইনস্টাগ্রাম ও হেলথ শটস
মেইন কোর্স শেষ করার পর হালকা খাবার খাওয়া বা অন্য কিছু করার অভ্যাস আছে অনেকের। কেউ একটু চা পান করেন, কেউ হাঁটতে বের হন। অনেকে আবার একটু ঘুমিয়ে নেন। তবে খাওয়ার পর কিছু খাওয়ার অভ্যাস থাকলে তা স্বাস্থ্যকরই হওয়া চাই।
ইনস্টাগ্রামে অভিনেতা-অভিনেত্রীরা তাঁদের খাদ্যাভ্যাস, মেকআপ টিপস শেয়ার করে থাকেন। সেসব অনেকে ব্যক্তিগত জীবনে চর্চা করেন। ইনস্টাগ্রামে অভিনেতা–অভিনেত্রীরা এসব শেয়ার করে তাঁদের ফ্যানদের স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করেন। তেমনই একজন অভিনেত্রী নিতু কাপুর। ‘খেল খেল মে’, ‘দেওয়ার’, ‘কাভি কাভি’ ইত্যাদি চলচ্চিত্রের জন্য পরিচিত এই অভিনেত্রী। খাবার ভালোভাবে হজম হওয়ার টিপস সম্প্রতি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাঁর এই টোটকা দুপুরের খাবার ভালোভাবে হজমে সহায়তা করে বলে বিশ্বাস করেন তিনি।
লাঞ্চের পর নিতু কাপুর কী খাচ্ছেন এবং কী পান করছেন, সেটি প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। এক চামচ ঘি আর গুড়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘লাঞ্চের পর ঘি ও গুড় এবং বাড়ির তৈরি হজম চা।’
খাবার খাওয়ার পর হজমে সাহায্য করে ঘি এবং গুড়। নিতু কাপুর এ দুটির মিশ্রণ পান করছেন। কারণ, এটি দারুণ ডিটক্সিফাইং উপাদান হিসেবে কাজ করে। ২০২২ সালে ‘সুগার টেক’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, এই সংমিশ্রণ টক্সিন অপসারণ এবং দেহের অ্যাসিডিটি কমাতে সহায়ক। গবেষকেরা খুঁজে পেয়েছেন, খাবারের পর এক চামচ ঘি মেশানো গুড় খাওয়া পাচনতন্ত্রের জন্য উপকারী।
ঘিয়ের উপকারিতা
পাচনতন্ত্রের এনজাইম উৎপাদন করে: ঘি পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণ উন্নত করতে সাহায্য করে। এটি খাবারের ভাঙন প্রক্রিয়াকে উন্নত করে। এটি ফ্যাট-সলিউবল ভিটামিন এ, ডি, ই এবং কে এর হজম ও শোষণে সহায়ক ভূমিকা পালন করে।
বিউটিরিক অ্যাসিডে সমৃদ্ধ: বিউটিরিক অ্যাসিড হলো চেইন ফ্যাটি অ্যাসিড। এটি পাচনতন্ত্রের কোষগুলোকে পুষ্টি সরবরাহ করে, প্রদাহ কমাতে সাহায্য করে এবং হজম ভালো করতে সহায়ক ভূমিকা পালন করে। ঘি বিউটিরিক অ্যাসিডে সমৃদ্ধ।
অ্যান্টি-অ্যাসিডিক: ঘি পেটের ভেতরের স্তরকে আরাম দেয় এবং খাবারের পর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।
গুড়ের উপকারিতা
পাচনতন্ত্রের এনজাইম সক্রিয় করে: গুড় পাচনতন্ত্রের এনজাইম সক্রিয় করে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। বিশেষজ্ঞরা বলেন, এটি পিত্তের নিঃসরণ বাড়ায় এবং চর্বি ভাঙতে সাহায্য করে। গুড় ম্যাগনেশিয়ামসহ অন্যান্য খনিজে পূর্ণ। এসব খনিজের অনেকগুলো পাচনতন্ত্রের পেশি শিথিলে সাহায্য করতে পারে। এতে উপস্থিত আয়রন খাবারের পর অনুভূত হওয়া ক্লান্তি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।
গ্যাস প্রতিরোধক: গুড়ের প্রাকৃতিক ডিটক্সিফাইং বৈশিষ্ট্য অন্ত্রগুলোকে পরিষ্কার করে, ব্লোটিং কমায় এবং পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে।
তবে সবার ক্ষেত্রে এই টোটকা কাজে না-ও আসতে পারতে। এর কিছু কারণ আছে। ঘি কিংবা গুড় আলাদা করে কিংবা একসঙ্গে খেলে অনেকে এর পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রভাবিত হতে পারেন। তাই এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানা থাকলে যে কেউ বুঝতে পারবেন, নিতু কাপুরের টোটকা আপনাদের কাজে লাগবে কি না।
ঘিয়ের পার্শ্বপ্রতিক্রিয়া
ঘিতে ঘন ক্যালরি থাকে। অতিরিক্ত পরিমাণে ঘি খেলে ওজন বাড়ে।
অতিরিক্ত ঘি খাওয়া হার্টের রোগীদের লো-ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে।
অতিরিক্ত ঘি খাওয়ার ফলে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে। যাদের হজমের সমস্যা দুর্বল, তাদের এ সমস্যা হওয়ার আশঙ্কা বেশি।
গুড়ের পার্শ্বপ্রতিক্রিয়া
গুড়ে প্রচুর চিনি থাকে। তাই এটি অতিরিক্ত খেলে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়তে পারে; বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের গুড় খাওয়া বিষয়ে সতর্ক থাকা জরুরি।
নিয়মিত বেশি পরিমাণে ঘি খেলে যে কারও ওজন বেড়ে যেতে পারে।
এবার নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নিজেই সিদ্ধান্ত নিন, নিতু কাপুরের টোটকা আপনার জন্য কাজ করবে কি না।
সূত্র: ইনস্টাগ্রাম ও হেলথ শটস
বাড়িতে থাকলে সকালে উঠেই চা বা কফি পান করা অনেকের প্রধান অভ্যাস। কোথাও ছুটিতে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেন না তাঁরা। ভ্রমণের সময় হোটেলের যে কক্ষে থাকেন, সকালে উঠে সেখানেই সকালের চা-কফির পর্ব সেরে নিতে চান অনেকে। কিন্তু আপনি কি জানেন, কেটলি কতটা স্বাস্থ্যসম্মত? পরের বার যখন কোনো হোটেল রুমে থাকবেন..
১ ঘণ্টা আগেরক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়। সুস্থ থাকা এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধের জন্যও এটি সমান জরুরি। আমাদের অনেকের ধারণা, ‘আমি তো বেশি মিষ্টি খাই না, তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে কেন?’ কিন্তু আসল সমস্যা হলো কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস। যেগুলো আমরা...
৩ ঘণ্টা আগেপানামার ছোট্ট পাহাড়ি শহর বোকে। এখানে কফিকে কেবল পানীয় বললে ভুল হবে। এটি একধরনের শিল্প এবং বিলাসিতার মিশ্রণ। বিলাসিতা বলছি; কারণ, এখানে উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে দামি কফি—গেইশা। যার প্রতি কেজি ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৬ লাখ টাকা। এর কারণ শুধু কফির স্বাদ নয়, এর উৎপাদন উৎস, চাষের...
৪ ঘণ্টা আগেথাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
১৮ ঘণ্টা আগে