রজত কান্তি রায়, ঢাকা
রীতা ফারিয়াকে মনে থাকার কথা নয় এ প্রজন্মের অনেকের। কিন্তু ঐশ্বরিয়া রাই কিংবা প্রিয়াঙ্কা চোপড়াদের মনে আছে সবার। প্রায় ৭৩ বছর আগে ১৯৫১ সালে পৃথিবীতে প্রথম যে ‘আধুনিক’ সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসেছিল, তার নাম মিস ওয়ার্ল্ড। রীতা-ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কারা ছিলেন সেই আসরের বিভিন্ন সময়ের বিজয়ী।
১৯৫২ সালে শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতা। ১৯৯৪ সালে সুস্মিতা সেন সে প্রতিযোগিতায় জিতেছিলেন সেরার মুকুট। আমরা মনে রেখেছি তাঁকে। কিংবা তারপরেও যাঁরা এ প্রতিযোগিতায় জিতেছিলেন, সেই লারা দত্ত বা হালের হারনাজ সান্ধুকেও আমরা মনে রেখেছি।
সেসব নাম আমাদের মনের ভেতর কোথাও আফসোস তৈরি করেছিল—ইশ্, বাংলাদেশের কেউ যদি পেত বিশ্বসুন্দরীর খেতাব! সেই আফসোস ঘুচবে কি না জানি না। কিন্তু এমনই এক বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের সংবাদ আমাদের আনন্দিত করছে।
এ বছর শুরু হয়েছে মিস কসমো সৌন্দর্য প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছেন খুলনার মেয়ে ফারজানা ইয়াসমিন অনন্যা। ৫ অক্টোবর এর চূড়ান্ত সন্ধ্যা অনুষ্ঠিত হবে ভিয়েতনামের হো চি মিন সিটির ফু থো ইনডোর স্টেডিয়ামে। সে স্টেডিয়ামের র্যাম্পে হাঁটবেন ৫৫টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের অনন্যা। মিস কসমো সংগঠন ঘোষণা করেছে, সাবেক মিস ইন্টারন্যাশনাল ২০১৬, কাইলি ভারজোসা এর গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা করবেন।
মিস কসমো প্রতিযোগিতাটি নারীদের জন্য শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি নারীর ক্ষমতায়ন, তাদের অধিকার এবং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার একটি মঞ্চ। এটি একটি প্ল্যাটফর্ম, যা নারীদের মেধা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সচেতনতা প্রদর্শন করার সুযোগ দেবে। প্রতিযোগিতায় বিজয়ী নারী শুধু তাঁর দেশের প্রতিনিধিত্ব করবেন না, তিনি বৈশ্বিক ইস্যুগুলোর প্রতিও মনোযোগ দেবেন এবং বিভিন্ন দাতব্যকাজে অংশ নেবেন।
ফারজানা ইয়াসমিন অনন্যা যে একাই বিশ্বমঞ্চে গেছেন, বিষয়টি সে রকম নয়। এর সঙ্গে দেশের পোশাক, সংস্কৃতিসহ আরও অনেক কিছু গেছে ভিয়েতনামে। অনন্যার জন্য পোশাকের ডিজাইন করেছেন ফারদিন বায়েজিদ। এ পোশাকের থিম ছিল বসন্ত। পোশাকটি কিছুটা লেহেঙ্গার মতো হলেও একটি ফুল। এর সঙ্গে যে ব্লাউজ আছে, সেটি তৈরি বলাকা সিল্ক দিয়ে। তার ওপর করা হয়েছে যশোর জেলায় প্রচলিত সূচিকর্মের কারুকাজ। বসন্ত বলেই এর নকশার রঙে লালের আধিক্য আছে। সঙ্গে আছে সবুজ। এই লাল আর সবুজ একই সঙ্গে বসন্ত আর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বলে জানিয়েছেন ফারদিন। এর সঙ্গে যে কেভ আছে, সেটি সিল্কের তৈরি। তাতে স্ক্রিনপ্রিন্টে আছে ট্রাইবাল আর্ট।
এ পোশাকের কোমর থেকে নিচের যে মূল অংশ, সেটি তৈরি করা হয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি কেটে। ফারদিন জানিয়েছেন, এই অংশ তৈরি করতে তিনি ব্যবহার করেছেন ৯টি টাঙ্গাইল তাঁতের শাড়ি। পোশাকটির পাশের যে স্বচ্ছ অংশ, তা তৈরি করা হয়েছে অরগাঞ্জা ফ্যাব্রিকস দিয়ে। তার ওপরে প্রিন্ট করা হয়েছে বসন্তের ফুল আর একটি কোকিল পাখি।
ফারদিন জানিয়েছেন, তাঁর কাজ ছিল—বাংলাদেশের যেকোনো একটি উৎসব বেছে নিতে হবে পোশাকের থিম হিসেবে। তিনি বেছে নিয়েছিলেন বসন্ত উৎসব। এবার আমাদের অপেক্ষার পালা, বসন্তের উৎসব শরতে আরও রঙিন হয় কি না।
রীতা ফারিয়াকে মনে থাকার কথা নয় এ প্রজন্মের অনেকের। কিন্তু ঐশ্বরিয়া রাই কিংবা প্রিয়াঙ্কা চোপড়াদের মনে আছে সবার। প্রায় ৭৩ বছর আগে ১৯৫১ সালে পৃথিবীতে প্রথম যে ‘আধুনিক’ সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসেছিল, তার নাম মিস ওয়ার্ল্ড। রীতা-ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কারা ছিলেন সেই আসরের বিভিন্ন সময়ের বিজয়ী।
১৯৫২ সালে শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতা। ১৯৯৪ সালে সুস্মিতা সেন সে প্রতিযোগিতায় জিতেছিলেন সেরার মুকুট। আমরা মনে রেখেছি তাঁকে। কিংবা তারপরেও যাঁরা এ প্রতিযোগিতায় জিতেছিলেন, সেই লারা দত্ত বা হালের হারনাজ সান্ধুকেও আমরা মনে রেখেছি।
সেসব নাম আমাদের মনের ভেতর কোথাও আফসোস তৈরি করেছিল—ইশ্, বাংলাদেশের কেউ যদি পেত বিশ্বসুন্দরীর খেতাব! সেই আফসোস ঘুচবে কি না জানি না। কিন্তু এমনই এক বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের সংবাদ আমাদের আনন্দিত করছে।
এ বছর শুরু হয়েছে মিস কসমো সৌন্দর্য প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছেন খুলনার মেয়ে ফারজানা ইয়াসমিন অনন্যা। ৫ অক্টোবর এর চূড়ান্ত সন্ধ্যা অনুষ্ঠিত হবে ভিয়েতনামের হো চি মিন সিটির ফু থো ইনডোর স্টেডিয়ামে। সে স্টেডিয়ামের র্যাম্পে হাঁটবেন ৫৫টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের অনন্যা। মিস কসমো সংগঠন ঘোষণা করেছে, সাবেক মিস ইন্টারন্যাশনাল ২০১৬, কাইলি ভারজোসা এর গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা করবেন।
মিস কসমো প্রতিযোগিতাটি নারীদের জন্য শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি নারীর ক্ষমতায়ন, তাদের অধিকার এবং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার একটি মঞ্চ। এটি একটি প্ল্যাটফর্ম, যা নারীদের মেধা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সচেতনতা প্রদর্শন করার সুযোগ দেবে। প্রতিযোগিতায় বিজয়ী নারী শুধু তাঁর দেশের প্রতিনিধিত্ব করবেন না, তিনি বৈশ্বিক ইস্যুগুলোর প্রতিও মনোযোগ দেবেন এবং বিভিন্ন দাতব্যকাজে অংশ নেবেন।
ফারজানা ইয়াসমিন অনন্যা যে একাই বিশ্বমঞ্চে গেছেন, বিষয়টি সে রকম নয়। এর সঙ্গে দেশের পোশাক, সংস্কৃতিসহ আরও অনেক কিছু গেছে ভিয়েতনামে। অনন্যার জন্য পোশাকের ডিজাইন করেছেন ফারদিন বায়েজিদ। এ পোশাকের থিম ছিল বসন্ত। পোশাকটি কিছুটা লেহেঙ্গার মতো হলেও একটি ফুল। এর সঙ্গে যে ব্লাউজ আছে, সেটি তৈরি বলাকা সিল্ক দিয়ে। তার ওপর করা হয়েছে যশোর জেলায় প্রচলিত সূচিকর্মের কারুকাজ। বসন্ত বলেই এর নকশার রঙে লালের আধিক্য আছে। সঙ্গে আছে সবুজ। এই লাল আর সবুজ একই সঙ্গে বসন্ত আর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বলে জানিয়েছেন ফারদিন। এর সঙ্গে যে কেভ আছে, সেটি সিল্কের তৈরি। তাতে স্ক্রিনপ্রিন্টে আছে ট্রাইবাল আর্ট।
এ পোশাকের কোমর থেকে নিচের যে মূল অংশ, সেটি তৈরি করা হয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি কেটে। ফারদিন জানিয়েছেন, এই অংশ তৈরি করতে তিনি ব্যবহার করেছেন ৯টি টাঙ্গাইল তাঁতের শাড়ি। পোশাকটির পাশের যে স্বচ্ছ অংশ, তা তৈরি করা হয়েছে অরগাঞ্জা ফ্যাব্রিকস দিয়ে। তার ওপরে প্রিন্ট করা হয়েছে বসন্তের ফুল আর একটি কোকিল পাখি।
ফারদিন জানিয়েছেন, তাঁর কাজ ছিল—বাংলাদেশের যেকোনো একটি উৎসব বেছে নিতে হবে পোশাকের থিম হিসেবে। তিনি বেছে নিয়েছিলেন বসন্ত উৎসব। এবার আমাদের অপেক্ষার পালা, বসন্তের উৎসব শরতে আরও রঙিন হয় কি না।
কোথাও নেই কোনো ইট-পাথরের রাস্তা। চারপাশে শুধু থইথই পানি। সেই পানির বুকেই গড়ে উঠেছে বসতি—পুরো একটি গ্রাম। ঘরবাড়ি, দোকানপাট, স্কুল, উপাসনালয়—সবই আছে সেই গ্রামে। কিন্তু পানির ওপর! মোটরগাড়ি নেই, নেই বাহারি মোটরবাইক। ফলে শব্দদূষণ নেই। আর নেই দুর্ঘটনাজনিত মৃত্যু। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার বুকে অ
১১ ঘণ্টা আগে‘শক্ত মনের মানুষ’ বলে একটি কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু সেই মানুষের বৈশিষ্ট্য কী? আর করেই বা কী? খেয়াল করলে দেখবেন, সেই মানুষ সাফল্যে খুব বেশি উচ্ছ্বাস দেখায় না, ব্যর্থতায় কারও কাছে সহানুভূতি চায় না, শোকে কাতর হয় না, প্রায় সব দায়িত্ব নীরবে পালন করে, কোনো কাজে অজুহাত দেখায় না ইত্যাদি।
১২ ঘণ্টা আগেরোজ লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁটের রং স্বাভাবিক গোলাপি থাকে না। লিপস্টিক ভালোভাবে না তুললে বা এটির মান ভালো না হলেও ঠোঁটের রং কালচে হয়ে যেতে পারে। ঠোঁটের শুষ্কতা দূর করে একে সুন্দর ও আকর্ষণীয় করতে কিছু ঘরোয়া টিপস মেনে চলতে পারেন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে। সেই সঙ্গে ঠোঁটে ফিরবে গোলাপি আভা।
১৩ ঘণ্টা আগেবাজারে এখন যেসব সবজি পাওয়া যাচ্ছে, তার মধ্য়ে পটোল আর ঢ্যাঁড়স বলতে গেলে দু-এক দিন পরপরই কিনছেন প্রায় সবাই। কিন্তু সব সময় কি এগুলোর ভাজা আর তরকারি খেতে ভালো লাগে? মাঝেমধ্যে একটু ভিন্ন কায়দায় রান্না করলে এসব সবজিও একঘেয়ে অবস্থা কাটিয়ে হয়ে উঠতে পারে মুখরোচক।
১৭ ঘণ্টা আগে